Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

“The Birds of Banni Grassland” বইটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

“The Birds of Banni Grassland” বইটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন প্রধানমন্ত্রী


“The Birds of Banni Grassland” গ্রন্থটি আজ নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গুজরাট ইন্সটিটিউট অফ ডেজার্ট ইকোলজি (গাইড)-এর বিজ্ঞানীরা বইটি তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে।

গুজরাটের কচ্ছ-এ বান্নি অঞ্চলে যে আড়াইশো প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়, তাদের ওপর বিভিন্ন সমীক্ষা ও গবেষণার ভিত্তিতে সংকলিত হয়েছে এই গ্রন্থটি।

উল্লেখ্য, ভুজে অবস্থিত ‘গাইড’ কচ্ছের রান এলাকার বিভিন্ন গাছপালা, পাখি ও সামুদ্রিক প্রাণী সম্পর্কে গত ১৫ বছরেরও বেশি সময়কাল ধরে সমীক্ষা ও গবেষণার কাজ চালিয়ে আসছে।

PG/SKD/SB/S…