প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকল নাগরিককে অত্যন্ত উৎসাহের সঙ্গে ২০২৩-এর আন্তর্জাতিক যোগা দিবস পালনের আহ্বান জানিয়েছেন।
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোওয়ালের একটি ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“২০২৩-এর আন্তর্জাতিক যোগা দিবস আসতে ৭৫ দিনেরও কম সময় আছে। আমি আপনাদের সকলকে দিনটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করতে এবং নিয়মিত যোগাসন করতে অনুরোধ করছি।”
With less than 75 days to go for International Yoga Day 2023, I would urge you all to mark it with great enthusiasm and also practice Yoga regularly. https://t.co/7sDaZmkPiS
— Narendra Modi (@narendramodi) April 9, 2023