নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি , ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ ফেব্রুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভে যাবেন। বেলা ১১টা নাগাদ সঙ্গমে পবিত্র স্নান সেরে মা গঙ্গার পুজো করবেন তিনি।
পৌষ পূর্ণিমায় (১৩ জানুয়ারি, ২০২৫) শুরু হওয়া এই মহাকুম্ভ বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ। সারা বিশ্ব থেকে ভক্তরা এখানে সমবেত হন। মহাকুম্ভ চলবে মহাশিবরাত্রি (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) পর্যন্ত।
ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছেন, তার সঙ্গে সঙ্গতি রেখে তীর্থস্থানগুলিতে পরিকাঠামোর উন্নয়ন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছরের ১৩ ডিসেম্বর তাঁর প্রয়াগরাজ সফরের সময়ে প্রধানমন্ত্রী ৫,৫০০ কোটি টাকার ১৬৭টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছিলেন। এতে সংযোগ ব্যবস্থা, পরিষেবা এবং সাধারণ মানুষের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপক উন্নতি হয়েছে।
SC/SD/NS