Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

৪-জি পরিষেবার তুলনায় দশগুণ বেশি শক্তিশালী ৫-জি পরিষেবা চালু হতে চলেছে অনতিবিলম্বেই


নয়াদিল্লি, ১৫ জুন, ২০২২

 

দেশে ৫-জি পরিষেবা চালু করার লক্ষ্যে দূরসঞ্চার দপ্তরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। এজন্য নিলাম ডাকা হবে বলে স্থির হয়েছে। ‘ডিজিটাল ইন্ডিয়া’, ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি রূপায়ণে ডিজিটাল সংযোগ ব্যবস্থার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। দেশে ৫-জি পরিষেবা চালুর প্রস্তাব এই ধরনেরই একটি উদ্যোগ।

ব্রডব্যান্ড, বিশেষত মোবাইল ব্রডব্যান্ড দেশের দৈনন্দিন নাগরিক জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। ২০১৫ সালে ৪-জি পরিষেবার দ্রুত সম্প্রসারণের মাধ্যমে তা আরও বেশি করে গুরুত্ব পায়। ২০১৪ সালে দেশে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ১০ কোটি, কিন্তু বর্তমানে ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা ৮০ কোটিতে গিয়ে পৌঁছেছে। একইসঙ্গে মোবাইল ব্যাঙ্কিং, অনলাইন শিক্ষা ব্যবস্থা, টেলি-মেডিসিন, ই-রেশন আজকের দিনে একান্তভাবে অপরিহার্য হয়ে উঠেছে। 

মন্ত্রিসভার বৈঠকে ইন্টারনেট অফ থিংস (আইওটি) এবং কৃত্রিম মেধা (এআই) সহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির বিকাশ ও সম্প্রসারণের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

 

PG/SKD/DM/