Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

৩০ মার্চ মহারাষ্ট্র ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৮ মার্চ , ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ মার্চ মহারাষ্ট্র ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন। নাগপুরে গিয়ে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিপদ কর্মসূচিতে যোগ দিয়ে স্মৃতি মন্দির ও দীক্ষাভূমি দর্শন করবেন। স্মৃতি মন্দিরে আরএসএস-এর প্রতিষ্ঠাতাদের এবং দীক্ষাভূমিতে ডঃ বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।  

নাগপুরে মহাদেব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই সুপার স্পেশালিটি চক্ষু চিকিৎসা কেন্দ্রটি গুরুজি শ্রী মাধব রাও সদাশিব রাও গোলওয়ালকরের স্মৃতিতে ২০১৪ সালে গড়ে উঠেছে। নতুন সেন্টারে ২৫০ শয্যার হাসপাতাল, ১৪টি বহির্বিভাগ এবং ১৪টি মডিউলার অস্ত্রপচার কেন্দ্র থাকবে। একটি জনসভায় ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী নাগপুরে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেডের লয়টারিং মিউনিশন টেস্টিং রেঞ্জ ও রানওয়ের উদ্বোধন করবেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন বিলাসপুরে। সেখানে তিনি ৩৩,৭০০ কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিদ্যুৎ উৎপাদনে ছত্তিশগড়কে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী এনটিপিসি-র সিপাত সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের তৃতীয় পর্যায়ের শিলান্যাস করবেন। এরজন্য ৯,৭৯০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ছত্তিশগড় রাজ্য বিদ্যুৎ উৎপাদন কোম্পানী লিমিটেডের প্রথম সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্রকল্পের (২x৬৬০ মেগাওয়াট) সূচনা করবেন তিনি। পশ্চিমাঞ্চল প্রসার প্রকল্পের আওতায় ৫৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাওয়ার গ্রিডের ৩টি বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

নেট-জিরো কার্বন নির্গমন অর্জন, বায়ু দূষণ কমানো এবং দূষণমুক্ত জ্বালানীর যে লক্ষ্য ভারত নিয়েছে, তার সঙ্গে সাযুজ্য রেখে প্রধানমন্ত্রী ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শহর গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন। হিন্দুস্থান পেট্রোলিয়াম লিমিটেডের একটি পাইলপালন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রী ১০৮ কিলোমিটার দীর্ঘ ৭টি রেলপ্রকল্পের শিলান্যাস করবেন। ১১১ কিলোমিটার দীর্ঘ ৩টি রেল প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

একগুচ্ছ সড়ক উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন তিনি।

প্রধানমন্ত্রী রাজ্যে ২৯টি জেলায় ১৩০টি পিএম শ্রী স্কুল এবং রায়পুরে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের সূচনা করবেন। এই স্কুলগুলি রাজ্যে উচ্চমানের শিক্ষা প্রদান সুনিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় প্রায় ৩ লক্ষ বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানের সূচনা করে প্রধানমন্ত্রী কয়েকজন সুবিধাভোগীর হাতে বাড়ির চাবি তুলে দেবেন।

 

SC/SD/NS