Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

-৩০ ডিগ্রি সেলসিয়াসেও নল বাহিত জল পাওয়ায় ডুংটি গ্রামের মানুষকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১১  জানুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী পূর্ব লাদাখের ডেমজোকের কাছে ডুংটি গ্রামের বাসিন্দারা -৩০ ডিগ্রি সেলসিয়াসেও নলবাহিত জল পাওয়ায়  তাদের অভিনন্দন জানিয়েছেন।

সাংসদ, জামিয়াং সেরিং নামগ্যালের এক টুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর টুইটে বলেন;

“ডুংটি’র জনগণকে অভিনন্দন! হর ঘর জল দেওয়ার স্বপ্ন পূরণে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ।”

PG/PM/ NS