নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০২৪
২৫-তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ২৬ জুলাই কার্গিল যাবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেদিন সকাল ৯.২০ নাগাদ কার্গিল যুদ্ধ স্মারক ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানাবেন শহীদদের প্রতি। প্রধানমন্ত্রী প্রথম সামরিক সিনকুন লা সুড়ঙ্গ প্রকল্প প্রথম ভার্চুয়ালি পর্যবেক্ষণ করবেন।
সিনকুন লা সুড়ঙ্গ প্রকল্প ৪.১ কিলোমিটার দীর্ঘ জোড়া টিউব টানেল যা প্রায় ১৫,৮০০ ফুট উচ্চতায় নির্মাণ করা হচ্ছে। নিমু-পদুম-দরচা সড়কের ওপর নির্মিত এই সুঙ্গটি লে-র সঙ্গে সব ধরনের আবহাওয়া উপযোগী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর কাজ সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের সর্বোচ্চ সুড়ঙ্গ। এই সিনকুন লা সুড়ঙ্গ কেবলমাত্র সেনাবাহিনীর ও তাদের অস্ত্রশস্ত্র দ্রুত ও যথাযথ চলাচল নিশ্চিত করবে তা নয়, লাদাখের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও ত্বরান্বিত করবে।
PG/PM/NS
Tomorrow, 26th July, is a very special day for every Indian. We will mark the 25th Kargil Vijay Diwas. It is a day to pay homage to all those who protect our nation. I will visit the Kargil War Memorial and pay tributes to our brave heroes. Work will also commence for the Shinkun…
— Narendra Modi (@narendramodi) July 25, 2024