নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর ২০২২
২৪ ডিসেম্বর, ২০২২ শ্রী স্বামী নারায়ণ গুরুকুল রাজকোট সংস্থান-এর ৭৫তম অম্রুত মহোৎসবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ভাষণ দেবেন।
রাজকোটে ১৯৪৮ সালে গুরুদেব শাস্ত্রীজি মহারাজ শ্রী ধর্মজীবনদাসজি স্বামী শ্রী স্বামীনারায়ণ গুরুকুল রাজকোট সংস্থান স্থাপন করেন। এই সংস্থানের ক্ষেত্রের প্রসার লাভ করেছে এবং সারা বিশ্বজুড়ে বর্তমানে ৪০টিরও বেশি শাখা রয়েছে। এই সংস্থানে বিদ্যালয়, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ২৫ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর পড়াশোনার সুযোগ রয়েছে।
PG/AB/DM