Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২৩-২৫ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ, বিহার ও আসাম সফর প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩-২৫ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ, বিহার ও আসাম সফর করবেন। ২৩ ফেব্রুয়ারি তিনি মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় পৌঁছবেন এবং দুপুর ২টো নাগাদ বাগেশ্বর ধাম মেডিক্যাল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় ভোপালে গ্লোবাল ইনভেস্টটর্স সামিট ২০২৫-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বিহারের ভাগলপুরে যাবেন এবং দুপুর ২.১৫ মিনিট নাগাদ তিনি পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা প্রদান করবেন। বিহারে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি গুয়াহাটি যাবেন এবং সন্ধ্যা ৬টা নাগাদ তিনি ঝুমোইর বিনন্দিনী ২০২৫ অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টা নাগাদ প্রধানমন্ত্রী গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম ২.০ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট ২০২৫-এর উদ্বোধন করবেন। 

মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ছতরপুর জেলায় বাগেশ্বর ধাম মেডিক্যাল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের শিলান্যাস করবেন। ২০০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই হাসপাতালে দুঃস্থ ক্যান্সার রোগীরা নিখরচায় আধুনিক চিকিৎসার সুযোগ পাবেন। ভোপালে দু’দিনের আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ বৈঠক (জিআইএস)-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে ৩টি গুরুত্বপূর্ণ শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৬০টির বেশি দেশের প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আধিকারিক এবং ভারতের ৩০০র বেশি বিশিষ্ট শিল্পপতি এই শীর্ষ বৈঠকে অংশ নেবেন। 

বিহারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ভাগলপুরে পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা প্রদান করবেন। দেশের ৯.৭ কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি ২১,৫০০ কোটি টাকার বেশি হস্তান্তর করা হবে। এছাড়া ১০,০০০তম কৃষক উৎপাদক সংস্থা তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। 

মোতিহারিতে রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় একটি উৎকর্ষ প্রজনন কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। বারাউনিতে দুগ্ধজাত সামগ্রীর একটি প্ল্যান্টেরও তিনি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ওয়ারিসালিগঞ্জ-নওয়াদা-তিলাইয়া রেল শাখায় ডবল লাইনের সূচনা করবেন।

আসামে প্রধানমন্ত্রী  

প্রধানমন্ত্রী আসামে ঝুমোইর বিনন্দিনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮,০০০ ঝুমোইর নৃত্যশিল্পী অংশ নেবেন। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে অ্যাডভান্টেজ আসাম ২.০ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট ২০২৫ অনুষ্ঠিত হবে। ২৫ তারিখ সকাল পৌনে ১১টায় এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে ৭টি মন্ত্রীপর্যায়ের অধিবেশন থাকছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিনিয়োগকারী, নীতি নির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, স্টার্টআপ এবং ছাত্রছাত্রীরা যোগ দেবেন। 

SC/MP/NS…