Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২১ ফেব্রুয়ারি দিল্লিতে ৯৮তম অখিল ভারতীয় মারাঠী সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ২১ ফেব্রুয়ারি, বিকেল ৪টে ৩০ মিনিট নাগাদ অখিল ভারতীয় মারাঠী সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন। সেখানে তিনি বক্তব্যও রাখবেন। 

২১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্মেলন চলবে। এতে থাকছে আলোচনা, পুস্তক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়।

 সম্মেলনে মারাঠী সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা হবে। ৭১ বছর পর দেশের রাজধানীতে মারাঠী সাহিত্যের এই সম্মেলন হচ্ছে। এই উপলক্ষে পুণে থেকে দিল্লি পর্যন্ত এক প্রতীকী ট্রেন যাত্রার আয়োজন করা হয়েছে। এতে থাকছেন ১,২০০ জন অংশগ্রহণকারী। সম্মেলন উপলক্ষে ৫০টি বইও প্রকাশ করা হবে। 

 

SC/MP/SB