২১শে এপ্রিল লালকেল্লায় শ্রী গুরু তেগ বাহাদুর জির ৪০০ তম প্রকাশ পর্বের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
20 Apr, 2022
নতুন দিল্লি, ২০ এপ্রিল, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১শে এপ্রিল, ২০২২ তারিখে দিল্লির লালকেল্লায় শ্রী গুরু তেগ বাহাদুর জির ৪০০ তম প্রকাশ পর্ব অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি একটি স্মারক মুদ্রা এবং স্মারক ডাক টিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করবেন তিনি।
দিল্লি শিখ গুরুদ্বোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতায় ভারত সরকার এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ২০ ও ২১শে এপ্রিল ধরে চলা দুদিনের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাগী ও শিশুরা ‘শবাদ কীর্তন’-এ অংশগ্রহণ করবে। গুরু তেগ বাহাদুর জির জীবন কাহিনী তুলে ধরা হবে জমকালো লাইট অ্যান্ড সাউন্ড শো-এর মাধ্যমে। এছাড়া শিখদের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ‘গাটকা’ পরিবেশিত হবে।
নবম শিখ গুরু, গুরু তেগ বাহাদুর জি ধর্ম, মানবিক মূল্যবোধ, নীতি ও আদর্শ রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। এই অনুষ্ঠানে তাঁর জীবন ও শিক্ষা তুলে ধরা হবে। কাশ্মীরি পণ্ডিতদের ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন জানাবার জন্য মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। প্রতি বছর ২৪শে নভেম্বর তাঁর মৃত্যুবার্ষিকী শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তাঁর পবিত্র আত্মত্যাগের সঙ্গে দিল্লির সিস গঞ্জ সাহিব গুরুদ্বোয়ারা এবং রাকাব গঞ্জ গুরুদ্বোয়ারা জড়িত। তাঁর উত্তরাধিকার সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়ার মহান যোগসূত্র।