Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার বার্তা অরুণাচল প্রদেশের গ্রামে অণুরণিত হচ্ছে

২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার বার্তা অরুণাচল প্রদেশের গ্রামে অণুরণিত হচ্ছে


নয়াদিল্লি, ৩০ নভেম্বর, ২০২৩ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্রের সূচনা করেন। এই কর্মসূচিতে দেওঘরে এইমস্ হাসপাতালে জন ঔষধি কেন্দ্রটি শ্রী মোদী জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এটি ১০ হাজারতম জন ঔষধি কেন্দ্র। এই অনুষ্ঠানে জন ঔষধি কেন্দ্রের সংখ্যা ১০ হাজার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার করার কর্মসূচিরও সূচনা হয়েছে। এই দুটি কর্মসূচির ফলে এ বছরের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হতে চলেছে। শ্রী মোদী মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়ার কথা ঘোষণা করেন। একই সঙ্গে, জন ঔষধি কেন্দ্রের সংখ্যাও ১০ হাজার থেকে বৃদ্ধি করে ২৫ হাজার করার পরিকল্পনা ঘোষিত হয়।
অরুণাচল প্রদেশের নামসাই থেকে শ্রী লকর পালেং প্রধানমন্ত্রীকে জানান, সরকারের সহায়তায় তিনি পাকা বাড়ি নির্মাণ করতে পেরেছেন। জল জীবন মিশনের মাধ্যমে তাঁর জীবনে কী পরিবর্তন এসেছে, সে সম্পর্কেও তিনি প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। 
প্রধানমন্ত্রীকে যখন শ্রী লকর ‘জয় হিন্দ’ বলে শুভেচ্ছা জানান, প্রধানমন্ত্রীও প্রত্যুত্তরে তাঁকে ‘জয় হিন্দ’ বলেন। তিনি জানান, অরুণাচল প্রদেশে ‘জয় হিন্দ’ বলে শুভেচ্ছা বিনিময়ের জনপ্রিয় রীতি রয়েছে। এই কারণে ঐ রাজ্যের মানুষের সঙ্গে মতবিনিময় করতে ভালো লাগে। 
শ্রী লকর-কে তাঁর গ্রাম পঞ্চায়েত বিকশিত ভারত সংকল্প যাত্রা সম্পর্কে অবগত করে। এর ফলে, ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বার্তা তাঁর কাছে অত্যন্ত স্পষ্ট। প্রধানমন্ত্রী গ্রামবাসীদের ৫টি দল গঠনের পরামর্শ দেন। এই দলগুলি ৫টি গ্রামে গিয়ে ‘মোদী গ্যারান্টি’র গাড়ি নিয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা সম্পর্কে সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য পরিবেশন করবে। 

PG/CB/SB