নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি ২০২৫
২০২৫-এর কেন্দ্রীয় বাজেটকে দেশের অগ্রগতির লক্ষ্যে এক বিশেষ মাইল ফলক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে আমাদের যাত্রাপথে এবছরের বাজেটকে রূপান্তরমুখী বলে বর্ণনা করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর মতে এবারের কেন্দ্রীয় বাজেট উদ্ভাবন ও শিল্পোদ্যোগ প্রচেষ্টা তথা কৃত্রিম মেধাশক্তি, খেলনা উৎপাদন শিল্প, কৃষি, পাদুকা শিল্প, খাদ্যপ্রক্রিয়াকরণ এবং গিগ অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলার পথকে আরও প্রশস্ত করেছে।
সমাজ মাধ্যমে ‘MyGov’-এর পক্ষ থেকে তুলে ধরা এক বার্তার উত্তরে শ্রী মোদী বলেছেন :
“বিকশিত ভারত গঠনের লক্ষ্যে আমাদের সকলের সংকল্পকে আরও বেশি শক্তি যুগিয়েছে এবারের বাজেট! #ViksitBharatBudget2025”
SC/SKD/AS
A Budget that will add momentum towards our collective resolve of building a Viksit Bharat! #ViksitBharatBudget2025 https://t.co/kDONUwP4b2
— Narendra Modi (@narendramodi) February 1, 2025