নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর ২০২৪
মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন, জুনিয়র ২১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে উইলমিংটন, ডেলাওয়্যারে চতুর্থ কোয়াড নেতৃত্ব শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন।
এ বছর ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অংশীদার দেশগুলিতে কোয়াড বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ঘটাচ্ছে যাতে সহযোগী দেশগুলি উপকৃত হতে পারে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় সহযোগী দেশগুলির অগ্রাধিকারকে প্রাধান্য দিতেই কোয়াড কাজ করছে। অতিমারী এবং বিভিন্ন রোগের বিষয়ে অংশীদার দেশগুলি যাতে উপকৃত হতে পারে, সেদিকে তাকিয়ে কোয়াড বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প এগিয়ে নিয়ে চলেছে। সেইসঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, সামুদ্রিক এলাকা সচেতনতাকে শক্তিশালী করা, সামুদ্রিক সুরক্ষা, উচ্চমানের ভৌত ও ডিজিটাল পরিকাঠামোর ক্ষেত্রকে ত্বরান্বিত করা, জনসাধারণের স্বার্থে বিভিন্ন ক্রিটিক্যাল এবং উদ্ভুত প্রযুক্তির সুবিধা প্রদানের জন্য বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয়কে মোকাবিলা করা, সাইবার সুরক্ষা এবং আগামী প্রজন্মের প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব গড়ে তুলতে অগ্রাধিকার দিচ্ছে।
গত চার বছরে কোয়াড নেতৃত্ব ছ’বার বৈঠক করে তার মধ্যে দু’বার ভার্চ্যুয়াল বৈঠক হয়। কোয়াড বিদেশ মন্ত্রীরা সাম্প্রতিককালে জুলাই মাসে টোকিও-তে বৈঠক সহ মোট আটবার বৈঠক করেছেন। এছাড়াও, বিভিন্ন কোয়াডভুক্ত দেশ ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে পারস্পরিক আলোচনা করে থাকে। এছাড়াও, কোয়াডভুক্ত দেশগুলির সরকার তাদের আন্তঃসংসদীয় বৈঠকও নিয়মিত করে থাকে। গতকালই মার্কিন কংগ্রেস সদস্যরা একটি দ্বি-দলীয় দ্বি-কক্ষীয় কোয়াড ককাস গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আগামী মাসে এই প্রথমবার কোয়াড বাণিজ্য এবং শিল্পমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে।
কোয়াড উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান ও সংস্থাগুলির নেতৃত্বকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি দেশে স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য সুরক্ষা, স্বচ্ছ জ্বালানি এবং উন্নতমানের পরিকাঠামো নিয়ে তাদের ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন দিক খতিয়ে দেখার সিদ্ধান্তকে কোয়াড নেতৃত্ব স্বাগত জানিয়েছে।
২০২৫-এ কোয়াড বিদেশ মন্ত্রী বৈঠকের আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোয়াড নেতৃত্ব শিখর সম্মেলনের আয়োজন করবে ভারত।
২০২৩-এ ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকা স্বাস্থ্য সুরক্ষা প্রসারে একটি সহযোগিতার বাতাবরণ গড়ে তোলার কথা ঘোষণা করেছিল কোয়াড। অতিমারী এবং মহামারী প্রভাব সম্পর্কিত বিভিন্ন রোগের নির্ণয় এবং তার মোকাবিলায় তাদের দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করে তুলতে আজ একগুচ্ছ নতুন ঘোষণাও করা হয়েছে। এর মধ্যে রয়েছে – সার্ভিক্যাল ক্যান্সার সংক্রান্ত কোয়াড ক্যান্সার মুনশট যাতে আগামী দশকগুলিতে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়; অতিমারী মোকাবিলায় প্রস্তুতি যার মধ্য দিয়ে গঠিত অতিমারী সংক্রান্ত তহবিলে অবদান আগামীদিনেও বজায় রাখা হবে এবং এমপক্স যেখানে এমপক্স মোকাবিলায় গুণমানসম্পন্ন কার্যকরী টিকা এবং নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে সেই টিকা প্রস্তুতির বাতাবরণ গড়ে তোলার কথা বলা হয়েছে।
অতিমারী মোকাবিলার প্রস্তুতি নিয়ে ভারত একটি কর্মশালার আয়োজন করবে এবং জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। কোয়াড অংশীদার দেশগুলির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সংক্রামক রোগ নির্ণয়, প্রতিরোধ এবং তা মোকাবিলায় দক্ষতা গড়ে তোলার ক্ষেত্রে ৮৪.৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
বিপর্যয় মোকাবিলায় ত্রাণ ও মানবিক সাহায্যের ক্ষেত্রে কোয়াড গোষ্ঠী ২০০৪ সাল থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে। ২০২৪-এর মে মাসে পাপুয়া নিউ গিনি-তে ভয়াবহ ভূমিধ্বসে কোয়াড সম্মিলিতভাবে ৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য করেছে। ভারত মহাসাগরীয় এলাকা থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকা পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ ও উদ্ধারে জরুরি ব্যবস্থাপনা প্রস্তুত রাখতে কোয়াডভুক্ত দেশগুলির সরকার সহমত হয়েছে। ভিয়েতনামে টাইফুন ইয়াগি-র বিপর্যয়ে ৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য দিতে কোয়াড অংশীদার দেশগুলি কাজ করছে।
সামুদ্রিক সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতার বাতাবরণকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সামুদ্রিক সুরক্ষার ক্ষেত্রে নতুন প্রযুক্তি-ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। কোয়াডের তরফ থেকে আজ ঘোষণা করা হয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানে ‘মৈত্রী’ নামক একটি নতুন আঞ্চলিক সামুদ্রিক উদ্যোগ গড়ে তোলা হবে। ২০২৫-এ প্রথম ‘মৈত্রী’ কর্মশালার আয়োজন করবে ভারত। এর পাশাপাশি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় লজিস্টিক্স নেটওয়ার্কের সূচনা করেছে কোয়াড যাতে করে কোনরকম প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে নাগরিকদের উদ্ধারে যাবতীয় লজিস্টিক্স সহযোগিতা প্রদান করা হবে। সেইসঙ্গে, উপকূলরক্ষী বাহিনীর সহযোগিতার ক্ষেত্রে ভারত ২০২৫ সালে এই প্রথম কোয়াড-অ্যাট-সি শিপ অবজারভার মিশন-এর সূচনা করবে।
কোয়াড দেশগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে সুস্থায়ী পরিকাঠামো এবং আঞ্চলিক দক্ষতা ও জরুরি অবস্থা মোকাবিলায় কোয়াড কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই ২০২৫ সালে কোয়াড অংশীদার দেশগুলি ভারতের মুম্বাইয়ে আঞ্চলিক বন্দর ও পরিবহণ সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করছে ভারত।
সমুদ্রের তলদেশে কেব্ল ও ডিজিটাল সংযোগের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত-প্রশান্ত মহাসাগরীয় ২৫টি দেশের টেলিযোগাযোগ আধিকারিক এবং কার্যনির্বাহীদের সঙ্গে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত ১,৩০০-রও বেশি বৈঠক করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ জানিয়েছে, কংগ্রেসের সঙ্গে সহমতের ভিত্তিতে প্রশিক্ষণ ক্ষেত্রে অতিরিক্ত ৩.৪ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোয়াড অংশীদার দেশগুলি টেলিযোগাযোগ ক্ষেত্রে কেব্ল সংযোগ ব্যবস্থা ২০২৫ সালের মধ্যেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সমুদ্র গর্ভে কেব্ল রক্ষণাবেক্ষণ ও মেরামতির সংক্রান্ত একটি সমীক্ষা চালু করেছে ভারত।
অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য প্রদানের ক্ষেত্রে ক্রিটিক্যাল এবং উদীয়মান প্রযুক্তিকে সর্বতোভাবে কাজে লাগাতে চায় কোয়াড। একটি সুরক্ষিত, স্থিতিশীল, পরস্পর সংযুক্ত টেলিযোগাযোগ পরিমণ্ডলে সহায়তা প্রদান করতে ২০২৩ সালে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রথম প্রশান্ত মহাসাগরের পালাউ-এ ওপেন রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (র্যা ন)-এর সূচনা করে। মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া ওপেন র্যা ন অ্যাকাডেমির প্রসারে ৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। দেশব্যাপী ৫জি চালু করার প্রস্তুতি সুনিশ্চিত করতে টুভালু টেলিকমিউনিকেশন্স কর্পোরেশনের সঙ্গে সহযোগিতা গড়ে তোলার বিষয়টিও খতিয়ে দেখবে কোয়াড।
সরকারি পরিকাঠামোর ক্ষেত্রে কৃত্রিম মেধার বিষয় নিয়ে কোয়াড আঞ্চলিক সহযোগিতার বাতাবরণকে আরও প্রসারিত করতে চায়। চারটি দেশের মধ্যে যৌথ গবেষণার সুযোগ খতিয়ে দেখতে বিনিয়োগের স্বার্থে একটি সহযোগিতা সমঝোতাপত্র সম্প্রতি স্বাক্ষরিত হয়। নিরাপদ, সুরক্ষিত, বিশ্বাসযোগ্য এবং সুস্থায়ী উন্নয়নের সহযোগী কৃত্রিম মেধা ব্যবস্থা নিয়ে ২০২৩-এ নতুন দিল্লি মন্ত্রী পর্যায় ঘোষণাপত্র হয়েছে। রাষ্ট্রসঙ্ঘ সাধারণ পরিষদ তা নিয়ে একটি ঐক্যমতে পৌঁছেছে।
এছাড়াও, পরিচ্ছন্ন জ্বালানি এবং ফসলের রোগ প্রতিরোধে জৈবপ্রযুক্তি ব্যবহারে গবেষণা ও উন্নয়নের ওপর কোয়াড গোষ্ঠী প্রাধান্য দিয়েছে। সেমি-কন্ডাক্টরের বিষয়টিও অনুরূপভাবে প্রাধান্য পায়। কোয়াড নেতৃবৃন্দ এ নিয়ে একটি সমঝোতাপত্র চূড়ান্ত করেছে।
জলবায়ু এবং পরিচ্ছন্ন জ্বালানি এখন সারা বিশ্বের কাছে এক অত্যন্ত জরুরি বিষয় বলে কোয়াড গোষ্ঠী মনে করে। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার দ্বীপ রাষ্ট্রগুলিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা উদ্যোগ গ্রহণ ও সেইসঙ্গে সুস্থায়ী উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তির ওপর কোয়াড গুরুত্ব দিয়েছে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত কিরিবাতি, সামোয়া, সোলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা এবং ভানুয়াতু-তে হঠাৎ করে বন্যার ফলে যে জীবনহানি ও আর্থিক ক্ষতি হয়ে থাকে তা নিরসনে আরও ভালো নজরদারি ব্যবস্থা এবং অগ্রিম পূর্বাভাস দিতে বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে কোয়াড।
পরিচ্ছন্ন জ্বালানির ক্ষেত্রে একটি সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নতুন আর্থিক সহযোগিতার সম্প্রসারণ নিয়ে নীতিগত ঐক্য গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে যাতে স্থানীয় মানুষ উপকৃত হতে পারেন। ভারত সৌরশক্তি প্রসারে তার দায়বদ্ধতার কথা আগেই জানিয়েছে। এক্ষেত্রে ফিজি, কোমোরোস, মাদাগাস্কার এবং সেশেল্স-এ নতুন সৌর প্রকল্পে ভারত ২ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
সাইবার সুরক্ষার বিষয়টিকে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে। আরও বেশি সুস্থায়ী, নিরাপদ, পরিপূরক সাইবার সুরক্ষা বাতাবরণ গড়ে তোলার জন্য তারা কাজ করছে। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিপদ নিরসনে যৌথভাবে বিভিন্ন ব্যবস্থা চিহ্নিত করা। সেইসঙ্গে, ক্রিটিক্যাল পরিকাঠামো নেটওয়ার্ক রক্ষা এবং সাইবার হুমকি সংক্রান্ত বিভিন্ন তথ্য পারস্পরিক আদানপ্রদানের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে।
বিভ্রান্তিমূলক খবর ব্যক্তি মানুষের জীবন থেকে শুরু করে দেশের সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা তৈরি করে। এই বিভ্রান্তিমূলক খবর মোকাবিলা করার ক্ষেত্রে কোয়াড গোষ্ঠী যৌথ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চায়। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি বিভ্রান্তিমূলক খবর যা আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষেত্রে বিরূপ সম্পর্কের জন্ম দেয় তা নিরসনে একটি কর্মীগোষ্ঠী কাজ করছে। মানুষে মানুষে সম্পর্ক প্রসারকে অগ্রাধিকার দিয়ে সরকারি স্তরে স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা বাড়ানোর ওপরও তারা গুরুত্ব দিয়েছে। সেইসঙ্গে কোয়াড ফেলোশিপে আসিয়ানভুক্ত দেশগুলির ছাত্রছাত্রীদের এই প্রথম অন্তর্ভুক্ত করা হল। ওয়াশিংটন ডিসি-তে এই অক্টোবরে ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত কোয়াড ফেলোশিপ শিখর সম্মেলনের দিকে এই গোষ্ঠী তাকিয়ে আছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার ছাত্রছাত্রীদের জন্য ৫ লক্ষ ডলার মূল্যের ৫০টি কোয়াড স্কলারশিপের কথা ঘোষণা করেছে ভারত। এতে ভারত সরকারের আর্থিক সাহায্যপুষ্ট বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ৪ বছরের স্নাতকস্তরের পাঠক্রমে সুযোগ পাওয়া যাবে।
মরিশাসের জন্য মহাকাশ-ভিত্তিক ওয়েব পোর্টাল স্থাপনে ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে কোয়াড। এতে জলবায়ু পরিস্থিতি পর্যালোচনা এবং চরম জলবায়ু সংক্রান্ত বিষয় মহাকাশ বিজ্ঞানের সমীক্ষা করা হয়ে থাকে।
সন্ত্রাসবাদ মোকাবিলায় কোয়াড সর্বপ্রথম কর্মীগোষ্ঠী গঠন করে ২০২৩ সালে। সেই গোষ্ঠী কেমিক্যাল, জৈব, রেডিওলজিক্যাল, পরমাণু সরঞ্জাম এবং ইন্টারনেটকে সন্ত্রাসবাদী কার্যকলাপে যাতে ব্যবহার করা নয় হয় তা দেখবে।
PG/AB/DM
Glad to have met Quad Leaders during today’s Summit in Wilmington, Delaware. The discussions were fruitful, focusing on how Quad can keep working to further global good. We will keep working together in key sectors like healthcare, technology, climate change and capacity… pic.twitter.com/xVRlg9RYaF
— Narendra Modi (@narendramodi) September 22, 2024
PM @narendramodi participated in the Quad Leaders' Summit alongside @POTUS @JoeBiden of the USA, PM @kishida230 of Japan and PM @AlboMP of Australia.
— PMO India (@PMOIndia) September 22, 2024
During the Summit, the Prime Minister reaffirmed India's strong commitment to Quad in ensuring a free, open and inclusive… pic.twitter.com/TyOti2Rbc9