নয়াদিল্লি, ৩০ নভেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩-এর পরীক্ষা পে চর্চা সংক্রান্ত নানান আকর্ষণীয় কাজকর্মে অংশ নিতে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের পড়ুয়াদের জন্য উদ্বেগ মুক্ত পরিবেশ তৈরিতে যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব দেন।
শিক্ষা মন্ত্রকের একটি ট্যুইটকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন;
“আমি ২০২৩-এর পরীক্ষা পে চর্চা সংক্রান্ত নানান আকর্ষণীয় কাজকর্মে অংশ নিতে সব পরীক্ষা যোদ্ধা, তাদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের আহ্বান জানাই। চলুন আমাদের পড়ুয়াদের জন্য উদ্বেগ মুক্ত পরিবেশ গড়ে তুলতে সকলে একযোগে কাজ করি। #PPC2023”
PG/PM/NS
I call upon all #ExamWarriors, their parents and teachers to take part in these interesting activities relating to Pariksha Pe Charcha 2023. Let us collectively work towards creating a stress free environment for our students. #PPC2023 https://t.co/ovubThyvP1
— Narendra Modi (@narendramodi) November 30, 2022