২০১৮-র কমনওয়েলথ গেমস্-এ অংশগ্রহণকারী ভারতীয় প্রতিযোগীদের অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কয়েকটি ট্যুইট বার্তায় তিনি বলেছেন :
“২০১৮-র কমনওয়েলথ গেমস্-এ অংশগ্রহণকারী ভারতীয় প্রতিযোগীরা দেশের প্রত্যেক মানুষকে গর্বিত করেছেন। আমাদের সকল খেলোয়াড়ই যথাসাধ্য চেষ্টা করেছেন এবং ভালোই খেলেছেন। যে সমস্ত ক্রীড়াবিদ দেশকে পদক এনে দিয়েছেন, তাঁদের সকলকেই আমার অভিনন্দন।
২০১৮-র কমনওয়েলথ গেমস্-এ অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ই আমাদের অনুপ্রাণিত করেছেন। তাঁদের জীবন কাহিনী নিষ্ঠা ও তার শক্তিরই প্রতিফলন মাত্র। জীবনের অসংখ্য বাধা-বিঘ্ন তাঁরা অতিক্রম করেছেন তাঁদের অদম্য মানসিকতার জোরে। আর এইভাবেই কমনওয়েলথ গেমস্-এ সাফল্যের শিখরে আরোহণ করেছেন তাঁরা।
২০১৮-র কমনওয়েলথ গেমস্-এ ভারতের সাফল্য আরও বেশি সংখ্যক তরুণ ও যুবকদের খেলাধূলার প্রতি উদ্বুদ্ধ করবে বলেই আমার বিশ্বাস।ঐ সাফল্য প্রত্যেকের জীবনে শক্তি ও ক্ষমতার গুরুত্ব সম্পর্কে আরও বেশি মাত্রায় সচেতনতার প্রসার ঘটাবে।
ভারতের এই শক্তি ও ক্ষমতা যাতে আরও বৃদ্ধি পায়, সেজন্য আমরা সরকারিভাবে সম্ভাব্য সকল রকম প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি”।
PG/SKD/SB
India's contingent at the 2018 Commonwealth Games has made every Indian extremely proud. All our sportspersons gave their best and played very well. I congratulate all those athletes who are bringing back medals. #GC2018
— Narendra Modi (@narendramodi) April 15, 2018
Every athlete who represented India at #GC2018 inspires us. Their life stories illustrate the power of dedication and a never-say-die attitude that made them overcome countless hurdles to attain the heights of success they did at the CWG.
— Narendra Modi (@narendramodi) April 15, 2018
I hope India’s success at #GC2018 motivates more youngsters to pursue sports and creates larger awareness on the importance of fitness in everyone’s lives.
— Narendra Modi (@narendramodi) April 15, 2018
On our part, we in the Government are doing everything possible to strengthen the #FitIndia movement.