প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০০১ সালে সংসদ চত্বরে জঙ্গীহামলায় নিহত শহীদদের প্রতি আজ শ্রদ্ধা জানিয়েছেন। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ আমাদের সংসদকে রক্ষা করার জন্য যে সব জওয়ানরা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাঁদের আজ আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তাঁদের আত্মবলিদান আমরা কখনোই ভুলব না।“
SSS/CB/
Today we pay homage to the brave personnel who sacrificed their lives while protecting our Parliament.
— Narendra Modi (@narendramodi) December 13, 2019
Their martyrdom will never be forgotten. pic.twitter.com/LAMG3HPC6S