Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

১ জুলাই থেকে বকেয়া মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের অতিরিক্ত কিস্তির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


নতুন দিল্লি, ১৮ অক্টোবর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে  মন্ত্রিসভার বৈঠকে আজ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনারদের জন্য মহার্ঘ ত্রাণের (ডিআর) অতিরিক্ত কিস্তির অনুমোদন দেওয়া হয়েছে, যা ০১.২৩.২০২৩ তারিখ থেকে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানের মূল বেতন/ পেনশনের ৪২ শতাংশের সঙ্গে ৪ শতাংশ বাড়তি ডিএ/ডিআর দেওয়া হবে। সপ্তম বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে কেন্দ্রের কোষাগার থেকে ১২,৮৫৭ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এই সিদ্ধান্তের ফলে ৪৮.৬৭ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৭.৯৫ লক্ষ পেনশনার উপকৃত হবেন।

PG/MP/CD