নতুন দিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৪
শ্রী কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তাঁকে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী আচার্য প্রমোদ কৃষ্ণমকে ধন্যবাদ জানিয়েছেন।
ফেব্রুয়ারির ১৯ তারিখে এই অনুষ্ঠানটি হবে।
এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“বিশ্বাস ও ভক্তিতে পরিপূর্ণ এই পবিত্র উৎসবে সামিল হতে পারা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই আমন্ত্রণের জন্য আচার্য প্রমোদজি, আপনাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই।”
PG/SD/SKD
आस्था और भक्ति से जुड़े इस पावन अवसर का हिस्सा बनना मेरे लिए सौभाग्य की बात है। निमंत्रण के लिए आपका हृदय से आभार @AcharyaPramodk जी। https://t.co/XRkUAd1R9F
— Narendra Modi (@narendramodi) February 1, 2024