নতুন দিল্লি, ১১ অক্টোবর, ২০২৪
প্রধানমন্ত্রী লাও পিডিআর-এর ভিয়েনতিয়েনে ১১ অক্টোবর, ২০২৪-এ ১৯তম পূর্ব এশিয়া শিখর সম্মেলনে যোগ দিয়েছেন।
ভাষণে প্রধানমন্ত্রী ভারত-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কাঠামো, ভারতের ভারত-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণ এবং কোয়াড সহযোগিতায় আশিয়ানের প্রধান ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি বলেন যে, পূর্ব এশিয়া শিখর সম্মেলনে ভারতের অংশগ্রহণ তার অ্যাক্ট ইস্ট পলিসির গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি বলেন, উদার, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ এবং বিধিসঙ্গত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুরুত্বপূর্ণ এই অঞ্চলের শান্তি এবং উন্নয়নের জন্য। ভারতের ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে আশিয়ানের ভাবনার মধ্যে সাযুজ্যের কথা উল্লেখ করেন তিনি। সম্প্রসারণবাদের ভিত্তির তুলনায় উন্নয়নের ভিত্তিতে এই অঞ্চলের অগ্রসর হওয়ার উপর জোর দিয়েছেন তিনি।
ইএএস কার্যকারিতার গুরুত্ব পুনরায় উল্লেখ করে এবং এটিকে আরও জোরদার করতে ভারতের সহায়তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী ইএএসভুক্ত দেশগুলির সাহায্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্জাগরণ ঘটানোর কথা স্মরণ করেন। এই অবসরে নালন্দা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য উচ্চতর শিক্ষার প্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইএএস দেশগুলিকে আমন্ত্রণ জানান।
ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিরতা এবং সমৃদ্ধির উপর প্রভাব ফেলা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করেন নেতারা। গ্লোবাল সাউথের উপর সংঘাতের নিদারুণ অভিঘাতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেকোনো সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে মানবিকতা ভিত্তিক আলোচনা এবং কূটনীতির পথ গ্রহণ করতেই হবে। তিনি পুনরুল্লেখ করে বলেন, যুদ্ধ ক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যায় না। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যে সন্ত্রাসবাদের পাশাপাশি সাইবার এবং জলপথের সমস্যাগুলি বিশ্বশান্তি এবং নিরাপত্তার পক্ষে গুরুত্বপূর্ণ অন্তরায়। সেইজন্য এর মোকাবিলায় এগিয়ে আসতে হবে দেশগুলিকে।
প্রধানমন্ত্রী পূর্ব এশিয়া শিখর সম্মেলনের সফল আয়োজনের জন্য লাওসের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। আশিয়ানের নতুন প্রধান মালয়েশিয়াকে ধন্যবাদ জানিয়ে ভারতের তরফে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
PG/AP/SKD
Took part in the 19th East Asia Summit being held in Vientiane, Lao PDR. India attaches great importance to friendly relations with ASEAN. We are committed to adding even more momentum to this relation in the times to come. Our Act East Policy has led to substantial gains and… pic.twitter.com/3DS7fjqfdI
— Narendra Modi (@narendramodi) October 11, 2024