Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

১৫.০২.২০১৮ তারিখে অরুণাচলপ্রদেশের ইটানগরে জাতির উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্প উৎর্সগ করার পরপ্রধানমন্ত্রীর ভাষণ  

১৫.০২.২০১৮ তারিখে অরুণাচলপ্রদেশের ইটানগরে জাতির উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্প উৎর্সগ করার পরপ্রধানমন্ত্রীর ভাষণ  

১৫.০২.২০১৮ তারিখে অরুণাচলপ্রদেশের ইটানগরে জাতির উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্প উৎর্সগ করার পরপ্রধানমন্ত্রীর ভাষণ  

১৫.০২.২০১৮ তারিখে অরুণাচলপ্রদেশের ইটানগরে জাতির উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্প উৎর্সগ করার পরপ্রধানমন্ত্রীর ভাষণ  


বিপুল সংখ্যায় উপস্হিত আমারপ্রিয় ভাই ও বোনেরা,

ভারতে উদীয়মান সূর্যকে দেখতেহলে, গোটা ভরতকে সবার আগে অরুণাচলের দিকে মুখ করে দাঁড়াতে হয়। ১২ কোটি ভারতবাসীঅরুণাচলের দিকে মুখ না করে সূর্যাদয় দেখতে পারে না। যে অরুণাচল থেকে অন্ধকার দূরহয়ে প্রতিদিন ভারতের মাটিতে আলোর প্রকাশ ঘটে, আগামীদিনে এখানে এমন উন্নয়ণের আলোবিকশিত হবে যে তা গোটা ভারতকে আলোকিত করবে।

বেশ কয়েকবার অরুণাচল আসার সৌভাগ্যআমার হয়েছে। যখন সংগঠনের কাজ করতাম তখনও এসেছি, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেওএসেছি, আর প্রধানমন্ত্রী হওয়ার পর আজ দ্বিতীয়বার আপনাদের সবার মাঝে এসে আপনাদেরসঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে।

অরুণাচল একটি এমন প্রদেশ,আপনি যদি এক সপ্তাহ ধরে গোটা ভারত ঘুরতে ঘুরতে এখানে আসেন, সারা সপ্তাহে ভারতেরবিভিন্ন প্রান্তে যতবার  ‘ জয়হিন্দ ’  শব্দটি শুনেছেন,  অরুণাচলে একদিন ঘুরলেই তারথেকে বেশিবার শুনবেন। এখানকার মানুষ  ‘ জয়হিন্দ ’  বলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের অভ্যাস গড়েতুলেছেন। দেশের প্রতি ভালবাসা, শিরায় ধমনীতে দেশভক্তি প্রবাহিত না হলে এমনটি সম্ভবনয়।  অরুণাচলবাসীরাতপস্যায় তাদের পরবর্তী প্রজন্মের শিশুদের প্রতিটি রক্তবিন্দুতে এই দশভক্তিসঞ্চারিত হয়েছে।

গোটা উত্তর-পূর্ব ভারতেহিন্দি বলা এবং বোঝার ক্ষেত্রে সবচাইতে এগিয়ে আমার অরুণাচল প্রদেশ। আমার তো প্রায়ইউত্তর-পূর্ব ভারতের নানা রাজ্যে আসতে হয়। আগে আমাদের প্রধানমন্ত্রীরা এত ব্যস্তথাকতেন যে তাঁরা এতদূর এসে পৌঁছুনোর সময় বের করতে পারতেন না। আর জানি আপনাদের মাঝেনা এসে থাকতে পারি না। কিন্দু ইদানীং আমি উত্তর-পূর্ব ভারতে এসে লক্ষ্য করছি যেনবীন প্রজন্মের মানুষেরা ব্যানার হাতে দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন,  ‘ আমরা হিন্দি শিখতে চাই, আমাদের হিন্দি শেখাও! ’   এই ঘটনাকে আমি বড় বিপ্লব বলে মনেকরি। দেশের মানুষের সঙ্গে ভাব-বিনিময়ের জন্য যোগাযোগের ভাষা শেখার এই আগ্রহ দেশেরজন্য বড় শাস্তি হয়ে উঠছে।

আজএখানে তিনটি অনুষ্ঠানে অংশগ্রহণেও সুযোগ পেয়েছি। কেন্দ্রীয় সরকারের বাজেট,কেন্দ্রীয় প্রকল্প থেকে ডোনার মন্ত্রকের মাধ্যমে এই ব্যান্ড উপহার অরুণাচলের জনগণপেয়েছেন। সচিবালয়ের কাজ তো শুরু হয়ে গেছে। আগে আমরা খবরের কাগজে পড়তাম যে, সেতুনির্মিত হয়ে পড়ে আছে, কিন্তু নেতা সময় দিতে পারছেন না বলে উদ্বোধন হচ্ছে না, জনগণব্যবহার করতে পারছেন না।

আমরাসরকারে এসে এক নতুন সংস্কৃতি জন্ম দিয়েছি। আর নেতাদের জন্য অপেক্ষা নয়,প্রদানমন্ত্রী জন্যও অপেক্ষা নয়, প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে ব্যবহার করা শুরুকরুন। নেতা যখন সময়্ পাবেন তখন এসে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আমি মুখ্যমন্ত্রীপ্রেমা মহোদয়কে অভিনন্দন জানাই যে, তিনি এই সেতু জনগণের ব্যবহারের জন্য উন্মুক্তকরে দিয়েছিলেন, আর আজ উদ্বোধন হচ্ছে। কিভাবে অর্থ সাশ্রয় করা যায় ?      কিভাবে অর্থের সদ্ব্যবহার করাসম্ভব ?  এই ছোট্ট সিদ্ধান্ত থেকেই আমরা এই দুটি বড় প্রশ্নেরউত্তর পেতে পারি !

সচিবালয়ছড়িয়ে ছিটিয়ে থাকলে ভালভাবে কাজ করা যায় না। কোনও বিভাগ এখানে, কোনওটা ওখানে,পুরনো বাড়ি, আধিকারিকদের কাজে মন না বসলে, ভাবতে থাকেন কখন বাড়ি যাবো। দপ্তরেরপরিবেশ ঠিক থাকলে, কর্মসংস্কৃতিতেও একটি ইতিবাচক প্রভাব পড়ে। যত পরিচ্ছন্ন থাকে,ফাইল সুবিন্যাস্ত থাকে তত কাজে মন বসে। অফিসারকে যদি দপ্তরে এসে চেয়ারের ধুলোঝেড়ে বসতে হয়, সেই ধুলো তিনি বসার পর তাঁর গায়ে ও জামাকাপড়েই এসে পড়ে। আরসচিবালয়ের বিভিন্ন দপ্তর দুরে দুরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে দূরদূরান্তের গ্রাম থেকেআসা মানুষকে সামান্য কাজের জন্য অনেক ছোটাছুটি করে হয়রান হতে হয়। এসব কথা ভেবেইসচিবালয়কে এভাবে একটি বড় বাড়িতে আনার এই প্রচেষ্টা। এখন কেউ ভুল বিভাগে এলে সেখানকারকর্মচারী বলে দেবেন যে- না, না আপনি ওই পাশের কামরায় যান, অমুক বাবুর সঙ্গে দেখাকরে নিন !   এইব্যবস্হায় সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।

অরাজকভাবেসরকার চলে না, সবাই মিলেমিশে এর লক্ষ্য স্হির করে এগুলো সরকার পরিণামকারী হয়ে ওঠে।শুধু পদ্ধতিগত ও নীতিগত সহযোগিতা থাকলে সরকারে শক্তি কম হয়, কিন্তু সহজ রূপেসহযোগিতা থাকলে তার শক্তি অনেক বেশি হয়। এক ক্যাম্পাসে সমস্ত দপ্তর থাকলে সহজরূপেমেলামেশার পরিবেশ গড়ে ওঠে, ক্যান্টিনেও আধিকারকরা একসঙ্গে খেতে খেতে আলাপ-আলোচনারমাধ্যমে পরস্পরের সমস্যার সমাধান করতে পারেন। অর্থা ৎ নির্ণয় প্রক্রিয়ায় সমন্বয়বৃদ্ধি পায়, বাস্তবায়ন প্রক্রিয়া নির্ণয় প্রক্রিয়া অনেক সরল হয়। সেজন্য এই নতুনসচিবালয় অরুণাচলের সাধারম মানুষের জীবনের আশা-আকাঙ্খা পূরনের জন্য গুরুত্বপূর্ণহয়ে উঠবে বলে আমার বিশ্বাস আমি এই দোর্জি খান্ডু স্টেট কনভেনশন সেন্টার, ইটানগর-এরউদ্বোধন করতে পেরে গর্ব অনুভব করছি। এটা নিছকই একটি অট্টালিকার উদ্বোধন নয়। এটিঅরুণাচল প্রদেশের জনগণের স্বপ্নগুলিকে সফর করার ক্ষেত্রে একটি প্রাণশক্তিকেন্দ্রহয়ে উঠতে পারে। এখানে আলোচনাসভার স্হান রয়েছে, সাংস্কৃতিক ক্রিয়াকলাপের সুবিধাথাকবে। আমরা যদি অরুণাচলে পর্যটন শিল্প আরও উন্নত করতে চাই, আমি নিজেও কেন্দ্রীয়সরকারের বিভিন্ন কোম্পানিগুলিকে বলবো যে, এখন ইটানগরের কনভেনশন সেন্টার গড়েউঠেছে, আপনারা যান, সেখানে গিয়ে আপনাদের সাধারণ সভার আলাপ-আলোচনা করুন। আমি বেসরকারিকোম্পানীগুলিকে বলবো, আপনারাও যান, দিল্লী-মুম্বাইয়ে অনেক আয়োজন করেছন, একটু গিয়েদেখুন আমার অরুণাচল প্রদেশ কত সুন্দর, সেখানে গিয়ে উদীয়মান সূর্যকে দেখুন। আমিমানুষকে ধাক্কা দেব, আর দেখবেন, বিপুল সংক্যক মানুষের আনাগোনা শুরু হবে। আজকালপর্যটনের একটি ক্ষত্রে হয় কনফারেন্স ট্যুরিজম। তেমন ব্যবস্হা গড়ে তুলতে পারলেস্বাভাবিকভাবেই সকলের গন্তব্য হয়ে উঠবে।

আমরা সরকারে নতুন প্রয়োগশুরু করেছি। বিগত ৭০ বছর ধরে সরকার দিল্লী থেকে পরিচালিত হতো আর মানুষ দিল্লীরদিকে তাকিয়ে থাকতেন। আমরা এসে সরকারকে ভারতের প্রত্যেক কোনায় নিয়ে যাওয়ার চেষ্টাকরছি যাতে ভারতের প্রতিটি প্রান্তের মানুষ অনুভব করেন যে, সরকার তাঁরা চালাচ্ছেন।

আমরা যখন একটি কৃষি শীর্ষসম্মেলনের আযোজন করেছি, সেটি সিকিমে করেছি। সারা দেশের কৃষিমন্ত্রীদের আমন্ত্রণজানিয়ে সেখানে এনেছি। আমরা বলেছি, সিকিমকে দেখুন, কিভাবে জৈব চাষের কাজ হচ্ছে।আগামী দিনে আমি চাইবো যে উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে একে একে কেন্দ্রীয় সরকারেরবিভিন্ন বিভাগের, নানা মন্ত্রকের বড় বড় বৈঠকগুলি অনুষ্ঠিত হোক। নর্থ-ইস্টকাউন্সিলের মিটিং-এ প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবতঃ মোরারজি ভাই দেশাই-ই উপস্হিতছিলেন। তারপর আর কারোর সময় হয়নি, প্রধানমন্ত্রী অনেক ব্যস্ততা থাকে যে। কিন্তু আমিআপনাদের জন্য, আপনাদের স্বার্থে এসেছি। নর্থ-ইস্ট কাউন্সিলের মিটিং-এ যোগ দিয়েআলোয়নায় অংশগ্রহণ করেছি। শুধু তাই নয়, আমি কেন্দ্রীয় মন্ত্রীদের আদেশ দিয়েছি,তাঁরা যেন নিজের আধিকারিক ও কর্মচারিদের নিয়ে একে একে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যেযান। এখন মাসে এমন কোনও সপ্তাহ বাকি থাকে না যখন কেন্দ্রীয় সরকারে কোনও না কোনওসপ্তাহ বাকি থাকে না যখন কেন্দ্রীয় সরকারের কোনও না কোনও মন্ত্রী, উত্তর-পূর্বেরকোনও না কোনও রাজ্যে যান নি। গত তিন বছর ধরেই এই প্রক্রিয়া চালু রেখেছি।

শুধু তাই নয়, আমরা দেখেছিযে, আগে ডোনার মন্ত্রক দিল্লীতে বসেই উত্তর-পূর্ব ভারতের মঙ্গল করার কাজ করতো। আমিদায়িত্ব নিয়ে বলি, ভাল-কথা যে আপনারা কাজ করেছেন, এখন আরেকটু কাজ করুন। গোটা ডোলারমন্ত্রকই, তার সচিবালয়ই প্রতিমাসে উত্তর-পূর্বের কোনও রাজ্যে গিয়ে, সেখানে থেকেস্হানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে ওই রাজ্যের উন্নয়নেকেন্দ্রীয় সরকারের কী কী করা উচিত তা বোঝার চেষ্টা করে, চালু প্রকল্পগুলির কাজতদারকী করে, পুর্ণমূল্যায়ণ করে ফলে জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি পায়, সরেজমিনেপরিণাম প্রত্যক্ষ করা যায়। এভাবে যে ব্যবস্হা তৈরি হয় এই যে কনভেনশন সেন্টার তৈরিহয়েছে, তা কেন্দ্রীয় সরকারের অনেক মিটিং আয়োজনের নতুন সুযোগ সৃষ্টি করবে। এ থেকেওঅরুণাচলের লাভ হবে।

আজ এখানে আমার একটি মেডিকেলকলেজ, ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্হাপনের সুযোগ হয়েছে। আমরা অনুভব করি যে, দেশেআরোগ্য ক্ষেত্রে অনেক কিছু করার প্রয়োজন রয়েছে। মানব সম্পদ উন্নয়ন, পরিকাঠামোউন্নয়ণ, এবং অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি এই তিনটি ক্ষেত্রেউন্নতির মাধ্যমে আমরা স্বাস্হ্য ক্ষেত্রকে শক্তিশালী করার চেষ্টা করছি।

আমাদের স্বপ্ন হল, ভারতেরপ্রতি তিনটি সংসদীয় ক্ষেত্রে ন্যুনতম একটি বড় হাসপাতাল এবং একটি ভাল মেডিক্যালকলেজ গড়ে তোলা। বিপুল সংখ্যায় স্হানীয় ছেলেমেয়েরা চিকিৎসাবিদ্যায় পারদর্শী হলে,তাঁরা যেহেতু ওই অঞ্চলের পরিবেশ অনুযায়ী স্বাভাবিক অসুখ-বিসুখ সম্পর্কে অবগত,নিরাময়ের ক্ষেত্রেও তাঁদের সাফল্যের হার বৃদ্ধি পাবে। দিল্লী থেকে যে পাশ করে আসবেতাঁর একরকম রুগী দেখার অভিজ্ঞতা থাকবে, আর ভিন্ন প্রাকৃতিক পরিবেশে অরুণাচলেরঅসুখ-বিসুখ অন্যরকম হবে। কিন্তু অরুণাচলে ডাক্তারি পড়লে, এখানকার মানুষ সাধারণতযে চার পাঁচ রকম রোগে আক্রান্ত হন, সেগুলির চিকিৎসায়

PG/SB /NS/…