১০০ শতাংশ বৈদ্যুতিকীকরণ মিশনে সাফল্যের জন্য কোঙ্কন রেলওয়ে টিমকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
30 Mar, 2022
নতুন দিল্লি, ৩০ মার্চ, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০০ শতাংশ বৈদ্যুতিকীকরণ মিশনে অসামান্য সাফল্য এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে নতুন নজির স্থাপনের জন্য কোঙ্কন রেলওয়ে টিমকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;
“১০০ শতাংশ বৈদ্যুতিকীকরণ মিশনে অসামান্য সাফল্য এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে নতুন নজির স্থাপনের জন্য কোঙ্কন রেলওয়ে টিমের সবাইকে অভিনন্দন জানাই।”
CG/SD/SKD/
Congratulations to the entire @KonkanRailway Team for the remarkable success of ‘Mission 100% Electrification’ and setting new benchmarks of sustainable development. https://t.co/NB0DAZIVNz