জি-৭ শীর্ষ বৈঠকে যোগদানকারী অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিরোশিমা শান্তি স্মারক মিউজিয়াম পরিদর্শন করেন। মিউজিয়ামে রাখা ভিজিটর্স বুক-এ স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরমাণু বোমা বর্ষণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শ্রী মোদী।
At the Peace Memorial Park and Museum, PM @narendramodi paid tributes to the Hiroshima victims. pic.twitter.com/lPxbMYisx2
— PMO India (@PMOIndia) May 21, 2023
Went to the Peace Memorial Museum in Hiroshima and the Hiroshima Peace Memorial Park this morning. pic.twitter.com/H3NlkcFxF0
— Narendra Modi (@narendramodi) May 21, 2023