নয়াদিল্লি, ২৫ জানুয়ারি, ২০২৫
হিমাচল প্রদেশের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐ রাজ্যের সকল অধিবাসীদের উদ্দেশে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন :
“হিমাচল প্রদেশের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐ রাজ্যের সকল অধিবাসীদের জানাই অনেক অনেক অভিনন্দন। আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ আরও উন্নত হয়ে ওঠার মাধ্যমে এই দেবভূমিও আরও উন্নয়নের পথে দ্রুততার সঙ্গে এগিয়ে যাক, এই প্রার্থনা জানাই।”
‘
SC/SKD/DM
हिमाचल प्रदेश के सभी निवासियों को पूर्ण राज्यत्व दिवस की बहुत-बहुत बधाई। मेरी कामना है कि अपनी प्राकृतिक सुंदरता और भव्य विरासत को सहेजने वाली हमारी यह देवभूमि उन्नति के पथ पर तेजी से आगे बढ़े।
— Narendra Modi (@narendramodi) January 25, 2025