নয়াদিল্লি, ১১ ডিসেম্বর ২০২২
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করায় শ্রী সুখবিন্দর সিং সুখু-কে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন :
“হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার জন্য শ্রী সুখবিন্দর সিং সুখু-কে অভিনন্দন। হিমাচল প্রদেশের ভবিষ্যৎ উন্নয়ন প্রচেষ্টায় কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সকল রকম সহায়তার ব্যবস্থা করা হবে বলে আমি তাঁকে আশ্বাস দিচ্ছি।”
PG/SKD/DM
Congratulations to Shri Sukhwinder Singh Sukhu Ji on taking oath as Himachal Pradesh CM. I assure all possible cooperation from the Centre to further the development of Himachal Pradesh.
— Narendra Modi (@narendramodi) December 11, 2022