নয়াদিল্লি, ২১ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদ থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত ৯০ কিলোমিটার এমএমটিএস রেল নেটওয়ার্ক সম্প্রসারণের প্রশংসা করেছেন।
দক্ষিণ-মধ্য রেলওয়ের এক ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“এর ফলে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ এবং সংলগ্ন এলাকার মানুষ উপকৃত হবেন।”
PG/AB/NS
This shall benefit the people of Hyderabad, Secunderabad and nearby areas. https://t.co/5qaIAf16hb
— Narendra Modi (@narendramodi) April 21, 2023