Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্যার শিউসাগর রামগুলাম এবং স্যার অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রীর

স্যার শিউসাগর রামগুলাম এবং স্যার অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ১১ মার্চ, ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যাম্পলমাউসেসে স্যার শিউসাগর রামগুলাম বটানিক গার্ডেনে গিয়ে স্যার শিউসাগর রামগুলাম এবং স্যার অনিরুদ্ধ জগন্নাথের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী নবীনচন্দ্র রামগুলাম। এই উপলক্ষে মরিশাসের অগ্রগতি এবং ভারত – মরিশাস সম্পর্কের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে দুই নেতার অবদানের কথা বলেন প্রধানমন্ত্রী। 

পুষ্পস্তবক অর্পণের পর ঐতিহাসিক উদ্যানে দুই প্রধানমন্ত্রী ‘এক পেঢ় মা কে নাম’ প্রয়াসের অঙ্গ হিসেবে একটি চারাগাছ রোপণ করেন।

 

SC/SD/SKD