নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০২৩
২০০১-এ গুজরাটে ভূমিকম্পে মৃতদের প্রতি অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের নিদর্শন হিসেবে নির্মিত স্মৃতি বন-এর উদ্বোধনের দিনটি স্মরণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
গত বছর তাঁর উদ্বোধন করা স্মৃতি বন-এর কিছু মুহূর্তও ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী।
কচ্ছের স্মৃতি বন পরিদর্শনের জন্য তিনি সবার কাছে আর্জিও জানিয়েছেন।
এক্স পোস্টে তাঁর প্রতিক্রিয়ায় মোদী লিখেছেন;
“২০০১-এ গুজরাটে ভূমিকম্পে মৃতদের স্মরণে হৃদয়গ্রাহী শ্রদ্ধার্ঘ্য নিবেদনের নিদর্শন হিসেবে এক বছর আগে আমরা স্মৃতি বন-এর উদ্বোধন করেছিলাম। এই সৌধ সহশীলতা এবং স্মৃতি চিহ্নের প্রতীক হয়ে রয়েছে। গত বছরের কিছু মুহূর্ত আমি ভাগ করে নিচ্ছি এবং আপনাদের সবার কাছে কচ্ছের স্মৃতি বন পরিদর্শনের আর্জি জানাছি…”
AC/MP/NS
It has been a year since we inaugurated Smriti Van, a heartfelt tribute to those we lost in the 2001 Gujarat Earthquake. This is a memorial which personifies resilience and remembrance. Sharing some glimpses from last year and I also urge you all to visit Smriti Van in Kutch... https://t.co/9sHTM2DIQe pic.twitter.com/f6Sk7JXgIH
— Narendra Modi (@narendramodi) August 29, 2023