স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, “স্বামী দয়ানন্দ সরস্বতীজি-র প্রয়াণ একটি ব্যক্তিগত ক্ষতি। আমি তাঁর আত্মার শাশ্বত শান্তি কামনা করি। অগনিত মানুষের মত আমার চিন্তাধারাও দয়ানন্দ সরস্বতীজির দ্বারা অনুপ্রেরণা লাভ করেছে। তিনি ছিলেন জ্ঞান, আধ্যাত্মিকতা ও সেবার এক শক্তিভান্ডার।
SC/SDRC/DSC/AGT
Swami Dayananda Saraswati ji's demise is a personal loss. I pray that his soul attains eternal peace.
— Narendra Modi (@narendramodi) September 24, 2015
My thoughts are with the countless people inspired by Dayananda Saraswati ji. He was a powerhouse of knowledge, spirituality & service.
— Narendra Modi (@narendramodi) September 24, 2015