নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৫
‘স্বামীত্ব কর্মসূচি’র মাধ্যমে রূপান্তর প্রচেষ্টার একটি তথ্য আজ সমাজমাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সমাজমাধ্যমে MyGovIndia-র একটি পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী এই মর্মে যে বার্তাটি দিয়েছেন তা হল :
“স্বামীত্ব কর্মসূচির কল্যাণে যে রূপান্তর প্রচেষ্টা বাস্তবায়িত হতে চলেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য ঐ পোস্টে তুলে ধরা হয়েছে।”
SC/SKD/DM
An informative thread, explaining the transformation ushered in thanks to the SVAMITVA scheme. https://t.co/EkolGI70Ml
— Narendra Modi (@narendramodi) January 18, 2025