নতুন দিল্লি, ০৫ সেপ্টেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী ভালিয়াপ্পান উলগানাথন চিদাম্বরমের জন্মজয়ন্তীতে আজ তাঁকে স্মরণ করেছেন।
এক টুইটারে প্রধানমন্ত্রী বলেছেন, “দূরদর্শী হিসাবে খ্যাত ভি ও চিদাম্বারাম আমাদের স্বাধীনতা আন্দোলনে তাঁর অগ্রণী অবদান রেখেছিলেন। তিনি একটি আত্মনির্ভর ভারতের কল্পনাও করেছিলেন। বিশেষ করে বন্দর এবং জাহাজ ক্ষেত্রে। আমরা তাঁর দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত।”
CG/ SB
Remembering the visionary V. O. Chidambaram Pillai on his Jayanti. He made pioneering contributions to our freedom movement. He also envisioned a self-reliant India and made key efforts towards it, especially in the ports and shipping sectors. We are deeply inspired by him.
— Narendra Modi (@narendramodi) September 5, 2021