নয়াদিল্লি, ১৯ অক্টোবর ২০২২
প্রযুক্তির ক্রমবিবর্তন ঘটে প্রতিটি প্রজন্মেই। আর এইভাবেই আমাদের জীবনের অনেক খুঁটিনাটি বিষয়ের সঙ্গে আজ যুক্ত হয়েছে প্রযুক্তিগত দক্ষতা। সেরকমভাবেই বিভিন্ন প্রজন্মে বিভিন্ন ধরনের স্কুল গড়ে উঠতে আমরা দেখেছি। বর্তমান তরুণ প্রজন্ম স্কুলগুলিতে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং ইন্টারনেটের প্রয়োগ কৌশলের মধ্য দিয়ে আরও অভিজ্ঞতা সঞ্চয় করে চলেছে।
আজ গুজরাটের আদালাজ-এর ত্রিমন্দিরে মিশন স্কুলস অফ এক্সেলেন্স-এর আনুষ্ঠানিক সূচনাকালে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, স্বাধীনতার অমৃতকালে এক অমৃত প্রজন্মের সূচনা করতে চলেছে গুজরাট। এক উন্নত ভারত গঠনের লক্ষ্যে এটিকে একটি মাইলফলক বললেও অত্যুক্তি হয় না। মিশন স্কুলস অফ এক্সেলেন্স প্রতিষ্ঠার জন্য গুজরাটের সকল নাগরিক, শিক্ষক, তরুণ ও যুব সমাজ এবং আগত প্রজন্মের শিশু ও কিশোরদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
৫জি প্রযুক্তির অবতারণা করে শ্রী মোদী বলেন, প্রথম থেকে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারের সঙ্গে আমরা সড়গড় হয়ে উঠেছি। এখন ৫জি-র মাধ্যমে সারা ভারতের ইন্টারনেট ব্যবস্থা এক রূপান্তর প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে যাবে। ৫জি হল এমনই একটি প্রযুক্তি যা শিক্ষার উত্তরণ ঘটাবে ক্লাসরুমেরও পরবর্তী পর্যায়ে।
গত দু’দশকে গুজরাটের শিক্ষাক্ষেত্রে যে পরিবর্তন সূচিত হয়েছে, তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই দুটি দশকে গুজরাটের অধিবাসীরা শিক্ষার রূপান্তর বলতে কি বোঝায় তা প্রমাণ করে দেখিয়েছেন। এই রাজ্যে দুটি দশক ধরে গড়ে উঠেছে ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি নতুন নতুন ক্লাসরুম এবং শিক্ষাদানের সঙ্গে যুক্ত হয়েছেন ২ লক্ষেরও বেশি শিক্ষক। প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানের উদযাপন পর্ব ‘গুণোৎসব’-এর কথা স্মরণ করেন তিনি। এই উৎসবের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের ক্ষমতা ও দক্ষতার মূল্যায়ন করা হত এবং প্রয়োজন অনুসারে সমাধানের পথও খুঁজে বের করা হত। কিন্তু বর্তমানে ‘গুণোৎসব’-এর থেকেও আরও একটি উন্নত প্রযুক্তির মূল্যায়নের ব্যবস্থা করেছে গুজরাটের ‘বিদ্যা সমীক্ষা কেন্দ্র’। শিক্ষাক্ষেত্রে গুজরাট বরাবরই বেশ কিছু অভিনব ও বড় ধরনের পরীক্ষানিরীক্ষা চালিয়ে এসেছে বলে প্রসঙ্গত উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শ্রী মোদী বলেন যে এক দশক আগেও গুজরাটের ১৫ হাজারটি স্কুলে টিভির ব্যবস্থা ছিল। এছাড়াও, ২০ হাজারেরও বেশি স্কুলে ছিল কম্পিউটার-চালিত শিক্ষার গবেষণাগার। এই ধরনের আরও বেশ কিছু নতুন নতুন পদ্ধতিগত ব্যবস্থা যুক্ত হয়েছিল গুজরাটের তখনকার স্কুলগুলিতে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গুজরাটে বর্তমানে অনলাইনে নথিভুক্তির মাধ্যমে শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছে ১ কোটিরও বেশি ছাত্রছাত্রী এবং ৪ লক্ষাধিক শিক্ষক। এখন থেকে রাজ্যের ২০ হাজার স্কুল শিক্ষার সঙ্গে ৫জি প্রযুক্তির যোগসূত্র স্থাপন করতে চলেছে।
মিশন স্কুলস অফ এক্সেলেন্স-এর আওতায় বিভিন্ন প্রকল্পের কিছু কিছু খণ্ডচিত্র তুলে ধরে শ্রী মোদী বলেন, এই ধরনের স্কুলগুলিতে ৫০ হাজার নতুন ক্লাসরুম এবং ১ লক্ষেরও বেশি স্মার্ট ক্লাসরুম যুক্ত করা হবে। স্কুলগুলিতে শুধুমাত্র অত্যাধুনিক ডিজিটাল ও ব্যবহারিক পরিকাঠামোই গড়ে উঠবে না, একইসঙ্গে শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবনে এক বড় ধরনের পরিবর্তন সূচিত হবে। শিশু ও কিশোরদের ক্ষমতা ও দক্ষতা যাতে বৃদ্ধি পায় সেই লক্ষ্যে প্রতিটি বিষয়েই এখন থেকে নজর দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, ৫জি-র সূচনার সঙ্গে সঙ্গে নানা ধরনের সুযোগ-সুবিধার সম্প্রসারণ ঘটবে। পছন্দের কোর্সটি বেছে নেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে বৈচিত্র্য ও নমনীয়তা। ফলে, নতুন জাতীয় শিক্ষানীতি সমাদৃত হবে প্রতিটি স্তরেই। প্রসঙ্গত, অদূর ভবিষ্যতে যে ১৪ হাজার ৫০০টি ‘প্রধানমন্ত্রী-শ্রী’ স্কুল স্থাপিত হতে চলেছে সেকথারও উল্লেখ করেন শ্রী মোদী। জাতীয় শিক্ষানীতি রূপায়ণে এগুলি হয়ে উঠবে মডেল স্কুল। এজন্য এই প্রকল্প রূপায়ণে ব্যয়িত হবে ২৭ হাজার কোটি টাকা।
শ্রী মোদী বলেন, নতুন জাতীয় শিক্ষানীতির লক্ষ্য হল দাসত্বের মানসিকতা থেকে দেশকে মুক্ত করে মেধা ও উদ্ভাবন প্রতিভার উন্মেষ ঘটানো। এতদিন পর্যন্ত ইংরেজি ভাষায় ব্যুৎপত্তিকে বুদ্ধিমত্তার ছাপ বলে মনে করা হত। কিন্তু, যে কোনো ভাষাই হল যোগাযোগের একটি মাধ্যম মাত্র। বহু দশক ধরে গ্রামের দরিদ্র পরিবারগুলির মেধা ও প্রতিভাকে আমরা অন্বেষণ করে উঠতে পারিনি শুধুমাত্র ভাষার প্রতিবন্ধকতার কারণে। কিন্তু পরিস্থিতি এখন পরিবর্তিত হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি এবং চিকিৎসা-বিজ্ঞান সম্পর্কে ভারতীয় ভাষাগুলিতে শিক্ষালাভের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। গুজরাটি সহ অন্যান্য ভারতীয় ভাষাতেও পাঠ্যসূচি রচনা করা হচ্ছে। এক উন্নত ভারত গঠনের লক্ষ্যে ‘সবকা প্রয়াস’-এর এই সময়কালে কেউই যাতে পিছিয়ে না থাকেন, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে নতুন জাতীয় শিক্ষানীতিতে।
জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের পূর্বসূরীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সুপ্রাচীনকাল থেকেই ভারতের উন্নয়ন প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষা। ভারত বরাবরই প্রকৃতিগত দিক থেকে শিক্ষাকে সমর্থন জানিয়ে এসেছে। আমাদের পূর্বসূরীরা প্রতিষ্ঠা করে গেছেন বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলিকে। আজ থেকে ১০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে অনেক বড় বড় গ্রন্থাগারও। শিক্ষার ওপর গুরুত্বকে আমরা কখনই অস্বীকার করিনি। আর এই কারণেই জ্ঞান ও শিক্ষার জগতে তথা উদ্ভাবনী প্রচেষ্টায় ভারত আজও তার পৃথক সত্তা নিয়ে বিরাজ করছে। স্বাধীনতার এই অমৃতকালে অতীতের সেই মর্যাদাকে আবার নতুন করে প্রতিষ্ঠার সুযোগ আমাদের সামনে উপস্থিত।
পরিশেষে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের এক বৃহৎ জ্ঞান-অর্থনীতির দেশ হয়ে ওঠার অফুরন্ত সম্ভাবনা রয়েছে ভারতের। নির্দ্বিধায় একথা এখন বলা যায় যে একুশ শতকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বড় বড় প্রচেষ্টার এই ভিত্তিভূমি হয়ে উঠতে চলেছে আমাদের দেশ। ঠিক তেমনভাবেই ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র রূপে পরিচিত গুজরাট একুশ শতকে হয়ে উঠতে চলেছে দেশের এক বিশেষ জ্ঞানকেন্দ্র, উদ্ভাবনী প্রচেষ্টার ভিত্তিভূমি। মিশন স্কুলস অফ এক্সেলেন্স এই শক্তিতেই উদ্দীপ্ত হয়ে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন শ্রী নরেন্দ্র মোদী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত এবং গুজরাট সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা।
PG/SKD/DM
Mission Schools of Excellence will help scale up education infrastructure in Gujarat. https://t.co/lHhlzttZwo
— Narendra Modi (@narendramodi) October 19, 2022
आज गुजरात अमृतकाल की अमृत पीढ़ी के निर्माण की तरफ बहुत बड़ा कदम उठा रहा है। pic.twitter.com/1Oiy3p5Axj
— PMO India (@PMOIndia) October 19, 2022
5G will usher in a transformation across India. pic.twitter.com/yODnTBS728
— PMO India (@PMOIndia) October 19, 2022
5G will revolutionize the education sector. pic.twitter.com/LO61tOusw7
— PMO India (@PMOIndia) October 19, 2022
PM @narendramodi recounts the various measures undertaken in Gujarat for improving the education sector. pic.twitter.com/7BoCCAWylZ
— PMO India (@PMOIndia) October 19, 2022
गुजरात में शिक्षा के क्षेत्र में, हमेशा ही कुछ नया, कुछ Unique और बड़े प्रयोग किए गए हैं। pic.twitter.com/oMz5IznOcO
— PMO India (@PMOIndia) October 19, 2022
PM-SHRI schools will be model schools for implementation of the National Education Policy. pic.twitter.com/ZGBW9BWiUL
— PMO India (@PMOIndia) October 19, 2022
In Azadi Ka Amrit Kaal, India has pledged to free itself from colonial mindset. The new National Education Policy is a step in that direction. pic.twitter.com/L3z3PJsx4F
— PMO India (@PMOIndia) October 19, 2022
शिक्षा, पुरातन काल से ही भारत के विकास की धुरी रही है। pic.twitter.com/BGaHIOHHc3
— PMO India (@PMOIndia) October 19, 2022
बीते दो दशकों में गुजरात में शिक्षा के क्षेत्र में जो परिवर्तन आया है, वो अभूतपूर्व है। इस दौरान राज्य के लोगों ने शिक्षा-व्यवस्था का कायाकल्प करके दिखाया है। pic.twitter.com/CSJdo0TVF8
— Narendra Modi (@narendramodi) October 19, 2022
मुझे विश्वास है कि 21वीं सदी में Science and Technology से जुड़े अधिकांश Innovation और Invention भारत में ही होंगे। इसमें भी गुजरात के पास बहुत बड़ा अवसर है। pic.twitter.com/AHO9GcaGSy
— Narendra Modi (@narendramodi) October 19, 2022