নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় পুরুষ শ্যুটার দলকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ের জন্য তোন্ডাইম্যান পি আর, কাইনান চেনাই এবং জোরাবার সিং সান্ধু-কে অভিনন্দন জানিয়েছেন তিনি।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“আমাদের শ্যুটার @tondaimanpr, @kynanchenai এবং জোরাবার সিং সান্ধুর কী বিস্ময়কর সাফল্য! ট্র্যাপ-৫০ শ্যুটার দল ভারতকে যথার্থ মঞ্চে তুলে ধরেছে। স্বর্ণ পদক জয়ের জন্য অভিনন্দন!”
PG/MP/DM
What a magnificent performance by our shooters @tondaimanpr, @kynanchenai and Zoravar Singh Sandhu, who have taken India to a perfect podium finish in the Trap-50 Shots Team event. Well done! Congratulations for the coveted Gold Medal. pic.twitter.com/ONiJhLvaVO
— Narendra Modi (@narendramodi) October 1, 2023