Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্বর্ণ ও ব্রোঞ্জ পদকজয়ী এশিয়ান স্কোয়াস মিক্সড ডাবলস দলগুলির সদস্যদের প্রধানমন্ত্রীর অভিনন্দন


প্রেস ইনফরমেশন ব্যুরো
ভারত সরকার 

   নতুনদিল্লি, ১লা জুলাই, ২০২৩      

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান স্কোয়াশ মিক্সড ডবলস দল দুটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।  দীপিকা পাল্লিকর ও সান্ধু হারিন্দর স্বর্ণপদক এবং অনাহত সিং ও অভয় সিং ব্রোঞ্জ পদক জয় করেছেন। 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এশিয়ান স্কোয়াশ মিক্সড ডবলস দল দুটির পদক জয় ভারতের জন্য অত্যন্ত গর্বের। দীপিকা পাল্লিকর ও সান্ধু হারিন্দর স্বর্ণপদক এবং অনাহত সিং ও অভয় সিং ব্রোঞ্জ পদক জয় করেছেন। দুর্দান্ত খেলার জন্য আমাদের খেলোয়াড়দের অভিনন্দন জানাই! ভবিষ্যতে আপনাদের সাফল্য কামনা করি।“ 

CG/CB/DM