প্রেস ইনফরমেশন ব্যুরো
ভারত সরকার
নতুনদিল্লি, ১লা জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান স্কোয়াশ মিক্সড ডবলস দল দুটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। দীপিকা পাল্লিকর ও সান্ধু হারিন্দর স্বর্ণপদক এবং অনাহত সিং ও অভয় সিং ব্রোঞ্জ পদক জয় করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এশিয়ান স্কোয়াশ মিক্সড ডবলস দল দুটির পদক জয় ভারতের জন্য অত্যন্ত গর্বের। দীপিকা পাল্লিকর ও সান্ধু হারিন্দর স্বর্ণপদক এবং অনাহত সিং ও অভয় সিং ব্রোঞ্জ পদক জয় করেছেন। দুর্দান্ত খেলার জন্য আমাদের খেলোয়াড়দের অভিনন্দন জানাই! ভবিষ্যতে আপনাদের সাফল্য কামনা করি।“
CG/CB/DM
Proud moment for India as our team concludes the Asian Squash Mixed Doubles with a Gold Medal for @DipikaPallikal & @sandhu_harinder
— Narendra Modi (@narendramodi) July 1, 2023
and Bronze for @anahatsingh_13 & @abhaysinghk98. Congrats to our players on their outstanding performance! All the best for future endeavours. pic.twitter.com/fhbw52nOsG