Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সৌদি আরব সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি


নয়াদিল্লি, ২২ এপ্রিল, ২০২৫ 

 

সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মহামান্য মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে আমি আজ দু’দিনের সৌদি আরব সফরে যাচ্ছি। ভারত, সৌদি আরবের সঙ্গে দীর্ঘ ঐতিহাসিক বন্ধনকে বিশেষ গুরুত্ব দেয়। সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্ক আরও মজবুত হয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি এবং দু’দেশের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি, সুরক্ষা ও স্থায়িত্বকে এগিয়ে নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।

গত এক দশকে এটি আমার তৃতীয়বার সৌদি আরব সফর এবং এই প্রথম আমি ঐতিহাসিক জেড্ডা শহর পরিদর্শন করব। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল-এর দ্বিতীয় বৈঠকে অংশগ্রহণের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। 

আমি সৌদি আরবে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের জন্যেও অপেক্ষায় রয়েছি। দু’দেশের মধ্যে সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের ভিত্তি মজবুত করার ক্ষেত্রে এঁদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।  

 

SC/MP/SB