Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সেপাক টাকরো বিশ্ব কাপ ২০২৫-এ ভারতের প্রথম সোনা জেতার জন্য পুরুষ রেগু দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২৬ মার্চ ২০২৫

 

সেপাক টাকরো বিশ্ব কাপ ২০২৫-এ অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতীয় সেপাক টাকরো দলকে।  ভারতের জন্য প্রথম সোনা জেতার জন্যও প্রশংসা করেছেন তিনি।

এক্স-এ এক পোস্টে তিনি বলেছেন :

“সেপাক টাকরো বিশ্ব কাপ ২০২৫-এ চোখ ধাঁধানো ক্রীড়া দক্ষতা প্রদর্শন করার জন্য আমাদের দলকে অভিনন্দন। এরা ৭টি পদক জিতেছে। ভারতের জন্য প্রথম সোনা জিতে পুরুষ রেগু দল ইতিহাস রচনা করেছে।

এই চোখ ধাঁধানো দক্ষতা প্রমাণ করে আগামীদিনে বিশ্ব সেপাক টাকরো প্রতিযোগিতায় ভারতের সম্ভাবনাময় ভবিষ্যত।”

 

SC/AP/AS/