Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সেনা দিবসে অভিনন্দন প্রধানমন্ত্রীর


সেনা দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা ওঅভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :  

“সেনা দিবসে সকল সেনানী, অভিজ্ঞ ও প্রবীণ সেনাকর্মী এবংতাঁদের পরিবার-পরিজনদের আমি অভিনন্দন জানাই। দেশের সেনাবাহিনীর ওপর ভারতের প্রত্যেকনাগরিকের রয়েছে অবিচলিত আস্থা ও গর্ব। সেনাবাহিনী জাতির সুরক্ষার পাশাপাশিপ্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য দুর্ঘটনা দুর্বিপাকের মুহূর্তে তাঁদের মানবিকপ্রচেষ্টার দিক থেকে এক অগ্রণী ভূমিকা পালন করে। 

আমাদের সেনা বাহিনীর কাছে জাতিই হ’ল সর্বাগ্রে। জাতিরসেবাকালে যে মহৎ ব্যক্তিরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন, আমি তাঁদের অভিবাদন জানাই।আমাদের বীর যোদ্ধাদের ভারত কখনই বিস্মৃত হবে না”।  
  

PG/SKD/SB