নয়াদিল্লি, ৭ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, বন্দে ভারত সংযোগ, সাচ্ছন্দ্য এবং শ্লাঘার সমার্থক।
সেকেন্দ্রাবাদ এবং তিরুপতির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু নিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী জি কিষেণ রেড্ডির এক ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন;
“বন্দে ভারত এক্সপ্রেস সংযোগ, সাচ্ছন্দ্য এবং শ্লাঘার সমার্থক। সেকেন্দ্রাবাদ এবং তিরুপতির মধ্যে এই ট্রেন সংযোগ বিশেষত আধ্যাত্মিক পর্যটনের উপকারে লাগবে। এবং এর দ্বারা অর্থনৈতিক বৃদ্ধিও প্রসারিত হবে।”
PG/AB/NS
Vande Bharat Express is synonymous with pride, comfort and connectivity. The train between Secunderabad and Tirupati will benefit tourism, particularly spiritual tourism. It will also boost economic growth. https://t.co/UTb7vOQLrP
— Narendra Modi (@narendramodi) April 7, 2023
వందే భారత్ ఎక్స్ప్రెస్ ఆత్మగౌరవం, సౌకర్యం, అనుసంధానతలకి పర్యాయపదంగా మారింది. సికింద్రాబాద్, తిరుపతిల మధ్య ప్రవేశపెట్టిన ఈ రైలు పర్యాటకానికి, ముఖ్యంగా ఆధ్యాత్మిక పర్యాటకానికి విశేషప్రయోజనం చేకూరుస్తుంది. ఇది ఆర్థిక వృద్ధిని కూడా ఇనుమడింపజేస్తుంది. https://t.co/UTb7vOQLrP
— Narendra Modi (@narendramodi) April 7, 2023