Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সুরেশ ওয়াদেকরের গাওয়া ভক্তিগীতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৯ জানুয়ারি, ২০২৪ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সুরেশ ওয়াদেকর এবং আর্যা আম্বেকরের গাওয়া একটি ভক্তিগীতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, সারা দেশ এখন রাম ভক্তির আবেগে বিভোর হয়ে রয়েছে। 
সামাজিক মাধ্যম এক্স বার্তায় একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “অযোধ্যায় প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সারা দেশ ভক্তির আবেগে বিভোর হয়ে রয়েছে। সুরেশ ওয়াদেকরজী এবং আর্যা আম্বেকরজীর সুমধুর কন্ঠে এই গান সেই ভক্তিভাবকে আরও জাগ্রত করেছে”। 

PG/CB/SB…