Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সুরাত হীরা বাজার সুরাতের হীরা শিল্পের গতিশীলতা ও বিকাশের নিদর্শন : প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২৩

গুজরাতে সুরাতের হীরা বাজার বিশ্বের বৃহত্তম অফিস ভবন হিসেবে আত্মপ্রকাশ করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্তোষপ্রকাশ করেছেন। 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“সুরাত হীরা বাজার সুরাতের হীরা শিল্পের গতিশীলতা ও বিকাশের নিদর্শন। এটি ভারতের উদ্যোগমুখী চেতনার প্রমাণও বটে। বাণিজ্য, উদ্ভাবন ও সহযোগিতার কেন্দ্র হিসেবে এই হীরা বাজার আমাদের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”

CG/SD/SKD/