সীমান্ত রক্ষী বাহিনীর সুবর্ণজয়ন্তী পতাকা উত্তোলন দিবসে বি এস এফ জওয়ান ও কর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ০১ ডিসেম্বর, ২০১৫
সীমান্ত রক্ষী বাহিনীর সুবর্ণজয়ন্তী পতাকা উত্তোলন দিবসে বাহিনীর জওয়ান ও কর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন, “বি এস এফ’-এর সূবর্ণজয়ন্তী পতাকা উত্তোলন দিবসে আমি সকল সাহসী বি এস এফ কর্মীকে জানাই অভিবাদন। জাতিকে নিরাপদ ও সুরক্ষিত রাখার কাজে তাঁদের বিশেষ অবদান আমি গর্বের সঙ্গে স্মরণ করি।“
PG/SKD/SB/S
On BSF Golden Jubilee Raising Day, I salute all brave BSF personnel & recall with pride their rich contribution in making our nation safer.
— Narendra Modi (@narendramodi) December 1, 2015