নতুনদিল্লি ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থার্মন সন্মুগারত্নমের সঙ্গে সাক্ষাৎ করেন।
ভারত-সিঙ্গাপুর সম্পর্কের উন্নয়নে রাষ্ট্রপতি থার্মনের সমর্থনে প্রশংসা করেন প্রধানমন্ত্রী। উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও সহযোগিতা পারস্পরিক বিশ্বাস ও আস্থার ওপর বজায় রয়েছে বলেও তাঁরা সহমত পোষণ করেন। কৌশলগত অংশীদারিত্ব দুই দেশের সহযোগিতা আরও মজবুত করবে বলে তাঁরা সম্মত হন। উন্নত প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং-এর মতো নতুন নতুন দিকে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী আগামী বছর রাষ্ট্রপতি থারমনের ভারত সফরের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন বলে জানান।
PG/PM/CS
Had a very good meeting with Mr. Tharman Shanmugaratnam, the President of Singapore. Our talks focused on the full range of bilateral ties between our nations. We discussed the key focus sectors like skill development, sustainability, technology, innovation and connectivity.… pic.twitter.com/bdivx16hrv
— Narendra Modi (@narendramodi) September 5, 2024