নতুন দিল্লি, ১৬ সেপ্টেম্বর , ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ-এর শততম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
এক্স পোস্টের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“শততম জন্মবার্ষিকী উপলক্ষে মহান লি কুয়ান ইউ-কে শ্রদ্ধা জানাই। তাঁর দূরদর্শী নেতৃত্ব সিঙ্গাপুরের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দূরদর্শিতা এবং শ্রেষ্ঠ হওয়ার জন্য নিরলস উদ্যোগ তাঁর মহান ব্যক্তিত্বের প্রতিফলন। তাঁর কর্মপদ্ধতি বিশ্বের সকল নেতা-নেত্রীদের অনুপ্রেরণা যোগায়।”
AC/CB/AS
My tributes to the great Lee Kuan Yew on the special occasion of his 100th birth anniversary. His visionary leadership played a key role in Singapore's transformation. His foresight and relentless pursuit of excellence are a testament to his personal greatness. His work continues…
— Narendra Modi (@narendramodi) September 16, 2023