নয়াদিল্লি, ১৬ মে, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিকিম দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সিকিমের অবিরাম উন্নতির কামনা করেন তিনি।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন;
“আমার সিকিমের ভাই-বোনেদের জানাই প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। এ এক দারুন সুন্দর রাজ্য। বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য ও কঠোর পরিশ্রমী জনগণের জন্য এই রাজ্য পরিচিত। জৈব কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আমি সিকিমের নিরন্তর উন্নতি কামনা করি।”
PG/PM/NS
Statehood Day wishes to my sisters and brothers of Sikkim. This is a wonderful state, blessed with exceptional natural beauty and hardworking people. The state has attained immense progress in various areas notably organic farming. I pray for the continuous development of Sikkim.
— Narendra Modi (@narendramodi) May 16, 2023