নতুন দিল্লি, ১৬ই ফেব্রুয়ারী, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ২৬তম সম্মেলন সিওপি ২৬ –এর মনোনীত সভাপতি শ্রী অলোক শর্মার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংগঠন ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) –র সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে সিওপি –কে চিহ্নিত করা হয়। সিওপি –র ২৬তম অধিবেশন এবছর নভেম্বর মাসে ব্রিটেনের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
সিওপি ২৬-এ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভারত ও ব্রিটেনের মধ্যে সহযোগিতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও শ্রী শর্মা আলোচনা করেছেন। প্যারিস চুক্তির বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, সিওপি ২৬কে সফল করে তুলতে গঠনমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। ২০০০ সালের ডিসেম্বরে উচ্চাকাঙ্খী জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গটি শ্রী শর্মা উল্লেখ করেছেন।
ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. বরিস জনসনের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকারের কথা জানিয়েছেন।
***
CG/CB/SFS
Pleased to meet with COP26 President-designate @AlokSharma_RDG today. We discussed India-UK cooperation on climate change agenda and COP26.
— Narendra Modi (@narendramodi) February 16, 2021
My best wishes to UK for successful organisation of the climate summit. pic.twitter.com/ZLACrYtR5n