নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী – সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে আজ বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জনিয়েছেন। শ্রী মোদী বলেছেন, পেশাদারিত্ব, কর্তব্য নিষ্ঠা এবং সাহসিকতার জন্য এই বাহিনী সমাদৃত। গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং মানুষের নিরাপত্তায় বাহিনীর কর্মীরা বিশেষ ভূমিকা নিয়ে চলেছেন। কাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা অত্যন্ত প্রশংসনীয়।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী এই মর্মে বার্তা দিয়েছেন।
SC/AC /SG
Raising Day wishes to all personnel of CISF! This force is admired for its professionalism, dedication, and courage. They play a key role in our security system by protecting essential infrastructure and ensuring the safety of countless people every day. Their unwavering… pic.twitter.com/YZqRx5pCd7
— Narendra Modi (@narendramodi) March 10, 2025