নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম সারির অক্সিজেন প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক করেছেন। শ্রী মোদী বলেছেন, এই সময়টি কেবলমাত্র সমস্যা মোকাবিলার নয়, খুব অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করা প্রয়োজন। প্রধানমন্ত্রী সরকার এবং অক্সিজেন প্রস্তুতকারকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
গত কয়েক সপ্তাহে অক্সিজেন প্রস্তুতকারকদের উৎপাদন বৃদ্ধির জন্য প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তরল অক্সিজেনের উৎপাদন বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন তিনি। দেশে চিকিৎসার প্রয়োজনীয়তা পূরণে শিল্প ক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেনকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য কাজে লাগাতে শিল্প সংস্থাগুলি যে উদ্যোগ নিয়েছে, তার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
পরিস্থিতি আরও উন্নত করতে প্রধানমন্ত্রী শ্রী মোদী আগামী কয়েকদিনে অক্সিজেনের চাহিদা পূরণে শিল্পক্ষেত্রে ব্যবহৃত অক্সিজেনকে কাজে লাগানোর কথা উল্লেখ করেছেন। শ্রী মোদী জানিয়েছেন, অক্সিজেন সিলিন্ডারের সহজলভ্যতার পাশাপাশি অক্সিজেন পরিবহণের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উন্নতিসাধন করার প্রয়োজন রয়েছে। অন্যান্য গ্যাস পরিবহণের জন্য ব্যবহৃত ট্যাঙ্কারগুলি যাতে অক্সিজেন সরবরাহের কাজে ব্যবহার করা যায়, তার জন্য শিল্পসংস্থাগুলিকে আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্যগুলির অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে সরকার রেল এবং বিমান বাহিনীকে কার্যকর ভাবে ব্যবহার করছে, যাতে দ্রুত ট্যাঙ্কার অক্সিজেন উৎপাদন কেন্দ্রে পৌঁছে দেওয়া যায়।
প্রধানমন্ত্রী শ্রী মোদী জানিয়েছেন, সরকার, রাজ্য, শিল্প এবং পরিবহণকারী সংস্থা ও সমস্ত হাসপাতালগুলিকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা দরকার। তিনি বলেন, সমন্বয় যত ভাল হবে ,তত সহজ ভাবে এই সমস্যা মোকাবিলা করা সম্ভবপর হবে।
অক্সিজেন প্রস্তুতকারকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী শ্রী মোদী জানিয়েছেন, তাদের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে এবং আশাকরা যাচ্ছে খুব শীঘ্রই দেশ এই সঙ্কট মোকাবিলায় সফল হবে।
এদিনের বৈঠকে আরআইএল-এর মুখ্য কার্যনির্বাহী অধিকর্তা শ্রী মুকেশ আম্বানী, সেল-এর চেয়ারপারসন সোমা মণ্ডল, জেএসডাব্লু-র শ্রী সজ্জন জিন্দাল, টাটা স্টিলের শ্রী নরেন্দ্রন, জেএসপিএল-এর শ্রী নবীন জিন্দাল, এএমএনএস-এর শ্রী দিলীপ ওমেন, এলআইএনডিই-এর শ্রী এম ব্যানার্জী, আইনক্সের শ্রী সিদ্ধার্থ জৈন, এয়ার ওয়াটার জামশেদপুরের শ্রী নরিয় শিবুয়া, ন্যাশনাল অক্সিজেন লিমিটেডের শ্রী রাজেশ কুমার সরফ, অল ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী সাকেত টিকু উপস্থিত ছিলেন।
CG/SS/AS/
Earlier today, met leading oxygen manufacturers of our country and discussed the efforts to scale up oxygen supply in the wake of the prevailing COVID-19 situation. https://t.co/ioYGRza8fp
— Narendra Modi (@narendramodi) April 23, 2021