প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাজ কল্যাণমূলক সংঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশ সংযম, ধৈর্য্য ও সহনশীলতার উজ্জ্বল উদাহরণ রাখছে। মহাত্মা গান্ধীর কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, গান্ধীজী প্রায়শই বলতেন – দরিদ্র ও নিপীড়িতদের সেবা করাই দেশ সেবার সর্বোত্তম উপায়। মানবতার কাজে যুক্ত সংগঠনগুলির আন্তরিকতা ও অঙ্গীকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজ কল্যাণের সঙ্গে যুক্ত সংঠনগুলির তিনটি স্বতন্ত্র বিশেষত্ব রয়েছে। এগুলি হ’ল – মানবিক প্রয়াস, বিপুল জনসংযোগ এবং তাঁদের সেবার মনোভাব ।এই বৈশিষ্ট্যগুলির জন্যই জনকল্যাণমূলক সংগঠনগুলি সকলের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, দেশ এখন এক অভূতপূর্ব সমস্যার সম্মুখীন। তাই, এই পরিস্থিতিতে সমাজকল্যাণ সংগঠনগুলির সেবামূলক ভূমিকা এবং তাদের সহায় সম্পদ অত্যন্ত জরুরি। গরিব মানুষের মৌলিক চাহিদা পূরণে এই সংগঠনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মন্তব্য করে শ্রী মোদী বলেন, তাঁরা নিজেদের চিকিৎসা পরিষেবা ও স্বেচ্ছাসেবকদের কাজে লাগিয়ে রোগী ও আর্ত মানুষদের সাহায্য করতে পারেন। উদ্ভূত এই চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, দীর্ঘমেয়াদী ভিত্তিতে পরিকল্পনা গ্রহণও সমান প্রয়োজন।
শ্রী মোদী আরও বলেন, কুসংস্কার, ভুল ধারণা ও বিভ্রান্তি দূর করার ক্ষেত্রে সমাজ কল্যাণমূলক সংগঠনগুলির বড় ভূমিকা রয়েছে। শ্রী মোদী হতাশা ব্যক্ত করে বলেন, অন্ধবিশ্বাসের নামে বহু মানুষ এক জায়গায় সমবেত হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মগুলি উপেক্ষা করছেন। তাই, এই পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব প্রচার করা খুবই জরুরি।
সমাজ কল্যাণমূলক সংগঠনগুলির প্রতিনিধিরা দক্ষতার সাথে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলিরও তাঁরা প্রশংসা করেন। পিএম – কেয়ার্স তহবিল গঠনের বিষয়টির প্রতি সমর্থন জানিয়ে প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, তাঁদের সঙ্গে যুক্ত সমস্ত স্বেচ্ছাসেবক ও কর্মী দেশের এই সংকটকালে নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করবেন। সচেতনতামূলক অভিযানের মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জগুলি মোকাবিলায় তাঁরা যে কাজ করে চলেছেন, সে সম্পর্কে প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
কোভিড-১৯ সংক্রমণে প্রভাবিত ব্যক্তিদের, বিশেষ করে দরিদ্র ও আর্ত মানুষের মৌলিক চাহিদা ও চিকিৎসার সুযোগ-সুবিধা প্রদানে সমাজ কল্যাণ সংগঠনগুলির স্বেচ্ছাসেবকদের ভূমিকার কথা শ্রী মোদী আরও একবার স্মরণ করিয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন, বিভ্রান্তি দূর করতে এই পরিস্থিতিতে প্রয়োজন চিকিৎসা সংক্রান্ত ও বৈজ্ঞানিক পরামর্শের। এই মহামারীজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রী মোদী একজোট হয়ে কাজ করার কথা বলেন।
সমাজ কল্যাণ সংগঠনগুলির সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ নীতি আয়োগের কার্যনির্বাহী আধিকারিকও উপস্থিত ছিলেন।
CG/BD/SB
In our country, social organisations have a very important role in ensuring positive changes in society. Today I interacted with leading social welfare organisations on ways to fight COVID-19. https://t.co/RRoppERiY8
— Narendra Modi (@narendramodi) March 30, 2020
Social organisations are embodiments of compassion. They have a deep-rooted connect with people and they are at the forefront of service. Their role is very important in times such as these, when we are battling the menace of COVID-19. #IndiaFightsCorona
— Narendra Modi (@narendramodi) March 30, 2020
Representatives from social organisations spoke at length about how they are working to fight Coronavirus. They are spreading awareness, emphasising on social distancing, feeding the poor and more. Their proactive efforts are laudable. #IndiaFightsCorona
— Narendra Modi (@narendramodi) March 30, 2020
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাজ কল্যাণমূলক সংঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশ সংযম, ধৈর্য্য ও সহনশীলতার উজ্জ্বল উদাহরণ রাখছে। মহাত্মা গান্ধীর কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, গান্ধীজী প্রায়শই বলতেন – দরিদ্র ও নিপীড়িতদের সেবা করাই দেশ সেবার সর্বোত্তম উপায়। মানবতার কাজে যুক্ত সংগঠনগুলির আন্তরিকতা ও অঙ্গীকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজ কল্যাণের সঙ্গে যুক্ত সংঠনগুলির তিনটি স্বতন্ত্র বিশেষত্ব রয়েছে। এগুলি হ’ল – মানবিক প্রয়াস, বিপুল জনসংযোগ এবং তাঁদের সেবার মনোভাব ।এই বৈশিষ্ট্যগুলির জন্যই জনকল্যাণমূলক সংগঠনগুলি সকলের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, দেশ এখন এক অভূতপূর্ব সমস্যার সম্মুখীন। তাই, এই পরিস্থিতিতে সমাজকল্যাণ সংগঠনগুলির সেবামূলক ভূমিকা এবং তাদের সহায় সম্পদ অত্যন্ত জরুরি। গরিব মানুষের মৌলিক চাহিদা পূরণে এই সংগঠনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মন্তব্য করে শ্রী মোদী বলেন, তাঁরা নিজেদের চিকিৎসা পরিষেবা ও স্বেচ্ছাসেবকদের কাজে লাগিয়ে রোগী ও আর্ত মানুষদের সাহায্য করতে পারেন। উদ্ভূত এই চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, দীর্ঘমেয়াদী ভিত্তিতে পরিকল্পনা গ্রহণও সমান প্রয়োজন।
শ্রী মোদী আরও বলেন, কুসংস্কার, ভুল ধারণা ও বিভ্রান্তি দূর করার ক্ষেত্রে সমাজ কল্যাণমূলক সংগঠনগুলির বড় ভূমিকা রয়েছে। শ্রী মোদী হতাশা ব্যক্ত করে বলেন, অন্ধবিশ্বাসের নামে বহু মানুষ এক জায়গায় সমবেত হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মগুলি উপেক্ষা করছেন। তাই, এই পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব প্রচার করা খুবই জরুরি।
সমাজ কল্যাণমূলক সংগঠনগুলির প্রতিনিধিরা দক্ষতার সাথে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলিরও তাঁরা প্রশংসা করেন। পিএম – কেয়ার্স তহবিল গঠনের বিষয়টির প্রতি সমর্থন জানিয়ে প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, তাঁদের সঙ্গে যুক্ত সমস্ত স্বেচ্ছাসেবক ও কর্মী দেশের এই সংকটকালে নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করবেন। সচেতনতামূলক অভিযানের মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জগুলি মোকাবিলায় তাঁরা যে কাজ করে চলেছেন, সে সম্পর্কে প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
কোভিড-১৯ সংক্রমণে প্রভাবিত ব্যক্তিদের, বিশেষ করে দরিদ্র ও আর্ত মানুষের মৌলিক চাহিদা ও চিকিৎসার সুযোগ-সুবিধা প্রদানে সমাজ কল্যাণ সংগঠনগুলির স্বেচ্ছাসেবকদের ভূমিকার কথা শ্রী মোদী আরও একবার স্মরণ করিয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন, বিভ্রান্তি দূর করতে এই পরিস্থিতিতে প্রয়োজন চিকিৎসা সংক্রান্ত ও বৈজ্ঞানিক পরামর্শের। এই মহামারীজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রী মোদী একজোট হয়ে কাজ করার কথা বলেন।
সমাজ কল্যাণ সংগঠনগুলির সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ নীতি আয়োগের কার্যনির্বাহী আধিকারিকও উপস্থিত ছিলেন।
CG/BD/SB
In our country, social organisations have a very important role in ensuring positive changes in society. Today I interacted with leading social welfare organisations on ways to fight COVID-19. https://t.co/RRoppERiY8
— Narendra Modi (@narendramodi) March 30, 2020
Social organisations are embodiments of compassion. They have a deep-rooted connect with people and they are at the forefront of service. Their role is very important in times such as these, when we are battling the menace of COVID-19. #IndiaFightsCorona
— Narendra Modi (@narendramodi) March 30, 2020
Representatives from social organisations spoke at length about how they are working to fight Coronavirus. They are spreading awareness, emphasising on social distancing, feeding the poor and more. Their proactive efforts are laudable. #IndiaFightsCorona
— Narendra Modi (@narendramodi) March 30, 2020