Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে বাহিনীর শৌর্য ও ত্যাগ স্বীকারকে অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে বাহিনীর শৌর্য ও ত্যাগ স্বীকারকে অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৭ ডিসেম্বর ২০২২

সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে বীর সেনানীদের অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

বাহিনীর শৌর্য, সাহসিকতা ও আত্মোৎসর্গের মানসিকতার বিশেষ প্রশংসাও করেছেন তিনি।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন –

“আজ সশস্ত্র বাহিনীর পতাকা দিবস। এই উপলক্ষে আমাদের সেনাবাহিনীর শৌর্য ও ত্যাগ স্বীকারকে আমি সম্মান জানাই। জাতির সুরক্ষায় বহু দশক ধরেই তাঁরা এক অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। এক শক্তিশালী ভারত গঠনের লক্ষ্যে তাঁদের বিশেষ অবদানও রয়েছে। আমি সকলকেই সশস্ত্র বাহিনীর পতাকা দিবসের তহবিলে দান করার আহ্বান জানাচ্ছি।”

PG/SKD/DM